Game

1 week ago

south american under-20 championship: ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ অমীমাংসিত, শেষ ম্যাচে হবে শিরোপা নির্ধারণ

south american under-20 championship (Symbolic picture)
south american under-20 championship (Symbolic picture)

 

লুকো, ১৪ ফেব্রুয়ারি  : শুক্রবার চূড়ান্ত পর্বের ম্যাচে ব্রাজিল আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল। ১-১এ শেষ হয়েছে সেই ম্যাচ। ফলে এখনই শিরোপা নির্ধারণ হচ্ছে না। দুই দলের শেষ ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। শুক্রবার ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচটি অমীমাংসিতভাবে শেষ হওয়ায় ৪ ম্যাচে দুই দলেরই পয়েন্ট হল ১০। এখন শেষ ম্যাচ দুই দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠল। শেষ ম্যাচেও যদি পয়েন্ট সমান হয়,তবে গোল ব্যবধানেই নির্ধারিত হবে শিরোপা। চূড়ান্ত পর্বের শেষ ম্যাচে ব্রাজিল খেলবে চিলির বিরুদ্ধে আর আর্জেন্টিনা খেলবে প্যারাগুয়ের বিরুদ্ধে। এদিন এস্তাদিও ন্যাসিওনাল ব্রিগিডো ইরিয়ার্তে প্রথমার্ধেই ম্যানচেস্টার সিটির তারকা ক্লাউদিও এচেভেরি পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধের ৭৮ মিনিটে রায়ান ব্রাজিলকে সমতায় ফেরান। ম্যাচে বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল আর্জেন্টিনা।


You might also like!