Game

3 months ago

AFC Champions League: ইয়োকোহামাকে হারিয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠেছে আল নাসর

Cristiano Ronaldo scores 33rd goal of the 2024-25 season for Al Nassr
Cristiano Ronaldo scores 33rd goal of the 2024-25 season for Al Nassr

 

রিয়াদ, ২৭ এপ্রিল : শনিবার এএফসি চ্যাম্পিয়নস লিগের খেলায় ইয়োকোহামা এফ. মারিনোসকে ৪-১ গোলে হারিয়ে সেমিফাইনালে গেল আল নাসর। ম্যাচে জোড়া গোল করেছেন আল নাসরের জন ডুরান। রোনাল্ডো ও সাদিও মানে বাকি গোল দুটি করেন। ইয়োকোহামার পক্ষে একটি গোল শোধ করেন কোটা ওয়াতানাবে। প্রিন্স আব্দুল্লাহ আল ফয়সাল স্টডিয়ামে কোয়াটার ফাইনালের এই ম্যাচে আল নাসরের কাছে পাত্তাই পাইনি ইয়োকোহামা। বলের নিয়ন্ত্রণ থেকে শুরু করে গোলে শট নেয়া সবকিছুতেই এগিয়ে ছিল আল নাসর। প্রথমার্ধের ২৭ মিনিটে জন ডুরান আল নাসরের হয়ে প্রথম গোলটি করেন । এই গোলের ৪ মিনিট পর গোলের দেখা পান সাদিও মানে।

দ্বিতীয় গোলের ৭ মিনিট পর তৃতীয় গোলটি করেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। চলতি এএফসি চ্যাম্পিয়নস লিগে ৭টি ম্যাচ খেলে ৮ গোল করলেন রোনাল্ডো । আর সব মিলিয়ে চলতি মরসুমে ৩৭ ম্যাচে ৩৩ গোল ও ৪টি অ্যাসিস্ট রয়েছে তার। আর কেরিয়ারে পর্তুগিজ তারকার হয়ে গেল ৯৩৪তম গোল। হাজার গোল থেকে আর মাত্র ৬৬টি গোল দূরে তিনি। দ্বিতীয়ার্ধের শুরুতে আবার গোল করেন ডুরান। চ্যাম্পিয়নস ট্রফিতে ৪ ম্যাচে ৪ গোল করলেন তিনি। আর চলতি মরসুমে সব মিলিয়ে ১৪ ম্যাচে ৯ গোল করলেন তিনি। আল নাসরের চতুর্থ গোল হওয়ার ৪ মিনিট পরেই ইয়োকোহামার পক্ষে একটি গোল শোধ করেন কোটা ওয়াতানাবে।

You might also like!