Festival and celebrations

1 year ago

Durga Puja 2023: দেবী দুর্গার গজে আগমন ও গমন কীসের ইঙ্গিত দেয়?

Durga Puja 2023
Durga Puja 2023

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সিংহবাহিনী দেবী দুর্গা সাধারণত গজ, ঘোটক, নৌকা এবং দোলা এই চার বাহনেই আগমন এবং গমন করেন। প্রচলিত বিশ্বাস, দেবীর আগমন আর গমন যে বাহনে হবে, তার উপরেই নির্ভর করবে সারা বছর কেমন যাবে! আসুন জেনে নেওয়া যাক, গজে দেবী দুর্গার আগমন বা গমন হলে তা কীসের ইঙ্গিত দেয়।

দুর্গা পুজোর সপ্তমী তিথি কোন বারে পড়েছে তার উপরে নির্ভর করে দেবী কোন বাহনে আসবেন। আবার সপ্তাহের কোন বারে দশমী তিথি পড়েছে, তার উপর নির্ভর করছে কোন বাহনে ফিরবেন মা দুর্গা।

হিন্দু শাস্ত্র অনুসারে, সপ্তমী বা দশমী তিথি রবিবার বা সোমবার হলে দেবীর আগমন বা গমন হবে গজে। সপ্তমী বা দশমী তিথি মঙ্গলবার বা শনিবার হলে ঘোটকে (ঘোড়া) আগমন বা গমন হয়। আর, সপ্তমী বা দশমী বুধবার হলে দেবীর নৌকায় আগমন বা গমন নির্দেশ করে।

সপ্তমী তিথি বা দশমী বৃহস্পতিবার বা শুক্রবার হলে দোলায় আগমন বা গমন। বিশ্বাস করা হয়, দেবীর একই বাহনে আগমন এবং গমন হলে তা অশুভ সঙ্কেত দেয়।

গজ অর্থাৎ হস্তী বা হাতি। গজ দ্বারা সমৃদ্ধি বা শুভ নির্দেশ করে। শাস্ত্র মতে, দেবী দুর্গার আগমন বা গমন হাতিতে হলে মর্ত্যলোক ভরে ওঠে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে। মর্ত্যে কৃষিকাজের পাশাপাশি শিল্পের উন্নতি ও প্রসার ব্যাপকভাবে হয়। ফলন ভাল হয়। পূর্ণ হয় ভক্তদের মনোবাঞ্ছা। পরিশ্রমের সুফল পায় ভক্তরা। এককথায়, দেবীর গজে আসার ফল হল শস্যপূর্ণ বসুন্ধরা।


Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা।

You might also like!