Breaking News

 

Festival and celebrations

2 years ago

Dev & Vidya Valan: শ্রীভূমিতে দেবের সঙ্গে বিদ্যা বালন! উদ্বোধনে সামিল হলেন দুই তারকা

Dev and Vidya Balan (File Picture)
Dev and Vidya Balan (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মহালয়ার সকালে কালীঘাট মন্দিরে ধরা দিয়েছিলেন অভিনেত্রী বিদ্যা বালন। পুজো দিয়ে বেড়িয়ে জানিয়েছিলেন উৎসবের শুরুতেই মায়ের সাথে দেখা করার ইচ্ছা ছিল অভিনেত্রীর, তাই কলকাতা এসে সেই সুযোগ ছাড়লেন না অভিনেত্রী। 

অপরদিকে মহালয়ার সন্ধায় তিনি ধরা দিলেন শ্রীভূমির মণ্ডপে। সেখানে আবার উপস্থিত হয়েছিলেন দেব। একসঙ্গে মণ্ডপের উদ্বোধন করলেন তাঁরা। এদিন খাঁটি বাঙালি সাজে দেখা দিয়েছিলেন অভিনেত্রী। পরনে ছিল লাল শাড়ি ও খোঁপায় জড়িয়েছিলেন ফুল। অন্যদিকে দেব ধরা দিয়েছিলেন হলুদ পাঞ্জাবিতে। 

You might also like!