Festival and celebrations

7 months ago

Maha Shivratri 2024: এবার শুভযোগে মহা শিবরাত্রি! তারিখ নিয়ে বিভ্রান্তি দুর করে জানুন ৪ প্রহরের পুজোর সময়

Maha Shivratri 2024 (File Picture)
Maha Shivratri 2024 (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চলতি বছর চারটি শুভ যোগে ৮ মার্চ পালিত হবে মহাশিবরাত্রি। এই তিথিতে শিব-পার্বতীর পুজো করা হয়। মহাশিবরাত্রির পুজোর চার প্রহরের সময় ও এই তিথির মাহাত্ম্য জেনে নেওয়া যাক।

মহাশিবরাত্রির তারিখ


তিথি
শুভক্ষণ
ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথি শুরু
৮ মার্চ রাত ৯টা ৫৭ মিনিটে
ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথি সমাপ্ত
৯ মার্চ সন্ধ্যা ৭টা ১৭ মিনিটে

শাস্ত্র মতে প্রদোষ কালে শিবের পুজো করা উচিত। এ কারণে ৮ মার্চ মহাশিবরাত্রি পালিত হবে।
মহাশিবরাত্রি নিশীথ পুজোর শুভক্ষণ
মাঝরাত ১২টা ০৭ মিনিট থেকে ১২টা ৫৬ মিনিট

মহাশিবরাত্রির চার প্রহরের পুজোর সময়


প্রহর
 শুভক্ষণ
প্রথম প্রহর
সন্ধ্যা ৬টা ২৫ মিনিট থেকে রাত ৯টা ২৮ মিনিট পর্যন্ত
দ্বিতীয় প্রহর
৯টা ২৮ মিনিট থেকে রাত ১২টা ৩১ মিনিট পর্যন্ত
তৃতীয় প্রহর
১২টা ৩১ মিনিট থেকে ভোররাত ৩টে ৩৪ মিনিট পর্যন্ত
চতুর্থ প্রহর
ভোররাত ৩টে ৩৪ মিনিট থেকে সকাল ৬টা ৩৭ মিনিট পর্যন্ত

মহাশিবরাত্রির শুভ সংযোগ

এ বছরের মহাশিবরাত্রিতে চারটি শুভ সংযোগ থাকবে। যার ফলে এই তিথির মাহাত্ম্য বহুগুণ বৃদ্ধি পাচ্ছে।

শুভ যোগ
সময়
সর্বার্থ সিদ্ধি যোগ
সকাল ৬টা ৩৮ মিনট থেকে সকাল ১০টা ৪১ মিনিট পর্যন্ত
শিব যোগ
সূর্যোদয় থেকে ৯ মার্চ ১২টা ৪৬ মিনিট পর্যন্ত
সিদ্ধ যোগ
৮ মার্চ মাঝরাত ১২টা ৪৬ মিনিট থেকে ৯ মার্চ রাত ৮টা ৩২ মিনিট পর্যন্ত
শ্রবণ নক্ষত্র
সকাল ১০টা ৪১ মিনিট পর্যন্ত, তার পর ধনিষ্ঠা নক্ষত্র থাকবে


You might also like!