Festival and celebrations

9 months ago

6 Best Church: বড়দিনের আবহে রইল কয়েকটি চার্চের হদিশ!

St Pauls Cathedral Church (File Picture)
St Pauls Cathedral Church (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বড়দিনের থেকে নিউ ইয়ারের আবহে বাচ্চাদের নিয়ে বেড়িয়ে আসতে পারেন কয়েকটি দর্শনীয় গির্জা থেকে। রইল সেই সব দর্শনীয় গির্জার হদিশ। 

সেন্ট পলস ক্যাথিড্রাল - কলকাতার সবথেকে জনপ্রিয় চার্চগুলির মধ্যে অন্যতম এই সেন্ট পলস ক্যাথিড্রাল। বড়দিনে দিন এখানে যা ভিড় হয় তা চোখে না দেখলে বিশ্বাস করা মুশকিল। বড়দিনে এই চার্চে যাওয়ার পরিকল্পনা থাকলে একটু সকাল সকাল যাওয়াই ভাল।

ঠিকানা - ১এ, ক্যাথিড্রাল রোড, ময়দান, নিউ মার্কেট, কলকাতা ৭১

হলি রোসারি ক্যাথিড্রাল - হলি ক্যাথিড্রাল চার্চকে অনেকেই পর্তুগিজ চার্চ বলেও চেনেন। ১৭৯৯ সালে এই চার্চ তৈরি হয়েছিল। পুরনো দিনের বিভিন্ন ভাস্কর্য দিয়ে সাজানো এই ক্যাথিড্রাল আপনার ঘোরার লিস্টে রাখতে পারেন।

ঠিকানা - পর্তুগিজ চার্চ স্ট্রিট, বড়বাজার, কলকাতা ০৭।

কারমেলাইট চ্যাপেল - বাইরে থেকে দেখতে কোনও ইউরোপিয়ান গ্রামের বাড়ির মতো আর ভিতরের কারুকার্য এতই অসাধারণ এবং সুন্দর যে আপনার মন ভরে যাবে। এই চ্যাপেলে বসার সিট সীমিত ফলে একটু আগে গেলে জায়গা পেতে সুবিধে হবে।

ঠিকানা - মল্লিক বাজার, এলগিন রোড, কলকাতা ১৭।

চার্চ অফ ক্রাইস্ট দ্য কিং - শহরের বড় চার্চগুলির মধ্যে এটি একটি। পার্ক সার্কাসে অবস্থিত এই চার্চ অফ ক্রাইস্ট দ্য কিং। একসঙ্গে এই চার্চের ভিতর প্রায় ১০০ জন বসে প্রার্থনা করতে পারেন। বড়দিনের রাতে এখানে বহু মানুষ আসেন ক্রিসমাসের প্রার্থনার জন্য। প্রার্থনা শুধু ইংরেজিতে নয় বাংলা এবং হিন্দিতেও করা হয়। এছাড়া এই চার্চের ভিতরে রয়েছে গাড়ি পার্কিং-এর ব্যবস্থাও।

ঠিকানা - ৫, সৈয়দ আমির আলি অ্যাভিনিউ, পার্ক সার্কাস, কলকাতা ১৭।

অ্যাসেম্বলি অফ গড চার্চ - যদি আপনি আলোচনাভিত্তিক কথোপকথন পছন্দ করেন তাহলে অবশ্যই যেতে পারেন পার্ক স্ট্রিটের এই চার্চে। এখানে ক্রিসমাসের প্রার্থনা হয় দুদিন ধরে। ২৪ ডিসেম্বর সকাল ৯:৩০ এবং ২৫ ডিসেম্বর সকাল ৮:৩০। প্রত্যেক প্রার্থনার মেয়াদ প্রায় ২ ঘণ্টা। আপনি যে সময়ে প্রার্থনা করতে যেতে চান সেটা হিসেব করে হাতে সময় নিয়ে বেরোতে পারেন।

ঠিকানা - ১২৫/১, মাদার টেরিজা সরণি, মল্লিক বাজার, পার্ক স্ট্রিট, কলকাতা ১৭।

সেন্ট থমাস চার্চ - পার্ক স্ট্রিটে চার্চের অভাব সত্যিই নেই। একটু শান্ত পরিবেশ পছন্দ হলে যেতে পারেন সেন্ট থমাস চার্চে। হাই সিলিং, অদ্ভুত সুন্দর পেন্টিং,সুক্ষ্ম কাজের বেদী সবমিলিয়ে দারুণ লাগবে এই চার্চ। এখানে বড়দিনের প্রার্থনা ২৪ ডিসেম্বর মাঝরাতে হওয়ার পাশাপাশি ২৫ ডিসেম্বর সকালেও হয়ে থাকে।

ঠিকানা - ৭, স্যার উইলিয়াম জোনস সরণি, পার্ক স্ট্রিট, কলকাতা ১৬। 

You might also like!