Festival and celebrations

9 months ago

Nabanna Utsav: নবান্ন উৎসবে মেতে উঠল বাংলার গ্রাম!

Nabanna Utsav (File Picture)
Nabanna Utsav (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ হেমেন্তের শেষে আজ ভেসে আসছে হালকা শীতের খুশির উষ্ণীষ। বাংলার গ্রামগুলি এই সময়ই মেতে ওঠে নবান্নের তোড়জোড়ে। নবান্নের শব্দগত অর্থ ‘নতুন অন্ন’, অর্থাৎ নতুন খাবার। গ্রাম বাংলার উৎসবের বর্ষপঞ্জির শুরুটা হয় এই নবান্ন দিয়েই। আর শেষে আসে চৈত্র সংক্রান্তির চড়ক।

মুর্শিদাবাদ জেলার নবগ্রামে গ্রাম বাংলার মহিলারা পালন করলেন নবান্ন উৎসব। কথায় বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর এই তেরো পার্বণের অন্যতম একটি পার্বণ “নবান্ন উৎসব”। গ্রামীন উৎসব বলে পরিচিত এই নবান্ন উৎসব। স্হানীয় মন্দিরে গিয়ে পুজো দিয়ে নতুন অন্ন মুখে দেওয়া হয়। পশ্চিমবঙ্গের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বার্ষিক ঋতুকেন্দ্রিক অনুষ্ঠান নবান্ন।

You might also like!