Festival and celebrations

11 months ago

Kali Puja 2023 : বোল্লা রক্ষাকালীর কাঠামো পুজো, উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার

Bolla Rakshakali (Collected)
Bolla Rakshakali (Collected)

 

বালুরঘাট : কাঠামো পুজোর মধ্য দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের বোল্লায় শুরু হল ঐতিহ্যবাহী বোল্লা রক্ষাকালী পুজো। শুক্রবার  মন্দির চত্বরে থাকা পুকুর থেকে কাঠামো তুলে রীতি মেনেই কাঠামো পুজো । এদিন বোল্লা রক্ষাকালীর কাঠামো পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।

প্রত্যেক বছর রাস পূর্ণিমার পরের শুক্রবার বালুরঘাটের বোল্লা এলাকায় বোল্লা রক্ষাকালীর পুজো অনুষ্ঠিত হয়। উত্তরবঙ্গের মধ্যে অন্যতম বৃহৎ এবং প্রাচীন এই বোল্লা রক্ষাকালীর পুজো। পুজোর পাশাপাশি চারদিন মেলাও বসে। এবারে ১ ডিসেম্বর বোল্লা রক্ষাকালী মায়ের পুজো অনুষ্ঠিত হবে। তার আগে এদিন বোল্লায় হল মায়ের কাঠামো পুজো। শুক্রবার সকালে মন্দির চত্বরে থাকা পুকুর থেকে কাঠামো তোলা হয়। এরপর দুধ দিয়ে কাঠামো ধুয়ে শুরু হয় পুজো।এরপরই শুরু হবে মায়ের প্রতিমা তৈরির কাজ। কাঠামো পুজো দেখতে দূরদূরান্ত থেকে আসা লোকের ভিড় ছিল বোল্লা মন্দির চত্বরে। এদিন বোল্লা রক্ষাকালীর কাঠামো পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। এছাড়াও ছিলেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, সাধারণ সম্পাদক বাপি সরকার সহ অন্যান্যরা।


You might also like!