Festival and celebrations

1 year ago

Janmashtami 2023 : এবার দু'দিনের জন্মাষ্টমী; মহাসাড়ম্বরে পালিত শ্রীকৃষ্ণের জন্মতিথি, দেশজুড়ে পূজাপাঠ ভক্তদের

Janmashtami (Symbolic Picture)
Janmashtami (Symbolic Picture)

 

কলকাতা, ৭ সেপ্টেম্বর : ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি এবার দু'দিন ধরে পালিত হয়েছে। বৃহস্পতিবারও মহাসাড়ম্বরে দেশ জুড়ে পালিত হয়েছে জন্মাষ্টমী। বাসুদেব ও দেবকীর অষ্টম সন্তান এবং বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণের কংসের কারাগৃহে জন্ম হয়। ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ও রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। জন্মাষ্টমী উপলক্ষে উত্তর প্রদেশের মথুরা, বৃন্দাবন-সহ দেশের বিভিন্ন স্থানে মহা সমারোহে উৎসব পালন করা হয়। মন্দিরে-মন্দিরে ঢল নামে পুণ্যার্থীদের। পূজাপাঠ করেছেন ভক্তরা, মন্দিরে-মন্দিরে চলে মঙ্গল আরতি।

যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উত্তর প্রদেশে জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে। মূল অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে শ্রীকৃষ্ণ জন্মভূমি মথুরায়। মথুরা-বৃন্দাবনে, মহা সমারোহে শ্রীকৃষ্ণের জন্মোৎসব পালনের ব্যবস্থা করা হয়। জন্মাষ্টমী উপলক্ষে বাঁকেবিহারী, ইস্কন, এবং মথুরায় শ্রীকৃষ্ণ জন্মভূমি মন্দির-সহ দেবালয়গুলি সুন্দর করে সাজানো হয়। মন্দিরে মন্দিরে পুণ্যার্থীরা পূজাপাঠ-প্রার্থনায় অংশ নেন। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে উত্তরাখণ্ডের বদ্রীনাথ মন্দির ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়।

যখনই ধর্মের অধঃপতন এবং অধর্মের অভুথান হয়, তখনই স্থিতিদেব শ্রীবিষ্ণু সাধুদের পরিত্রাণ, দুষ্কৃতকারীদের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য যুগে যুগে ধরাধামে অবতীর্ণ হন। দ্বাপরে রাজা কংসের অত্যাচারে যখন সকলে ভীত-সন্ত্রস্ত, তখনই দুষ্কৃতকারীদের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য ভগবান বিষ্ণু অষ্টম অবতার রূপে মথুরায় যাদব বংশে দেবকী এবং বাসুদেবের সন্তান রূপে ধরাধামে অবতীর্ণ হন। ভগবান শ্রীকৃষ্ণই শ্রীবিষ্ণুর পূর্ণ অবতার। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ ধরাধামে অবতীর্ণ হন। এই কারণে ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমী তিথি হিন্দুদের কাছে পুণ্য জন্মাষ্টমী।


You might also like!