Festival and celebrations

10 months ago

Boro Maa Naihati:বড়মার মৃন্ময়ী মূর্তি বিসর্জনে ভিড় এড়াতে বিশেষ ব্যবস্থা

Boro Maa Naihati
Boro Maa Naihati

 

উত্তর ২৪ পরগনা, ১৬ নভেম্বর : ভাইফোঁটা কাটিয়ে এবার মায়ের বিদায়ের পালা। বৃহস্পতিবার বড়মার মৃন্ময়ী মূর্তি বিসর্জন দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুজো কমিটি।

শোভাযাত্রা ও নিরঞ্জন ফেসবুকে বড়মার অফিশিয়াল পেজে সরাসরি সম্প্রচারিত হবে। পুজো কমিটির তরফে ভক্তদের ফেসবুকেই বিসর্জন দেখার পরামর্শ দেওয়া হয়েছে। ভিড় এড়াতেই এই পরামর্শ, এমনটাই জানিয়েছেন উদ্যোক্তারা।

নৈহাটির বড়মাকে নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। কারণ এবারা শতবর্ষে পদার্পণ করল এই নৈহাটির কালীপুজো। শতবর্ষে পদার্পণ করার জন্য নৈহাটির অরবিন্দ রোডের উপর তৈরি করা হয়েছে বড়মার মন্দির। সেখানে কষ্টি পাথরের মাতৃমূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে। সম্প্রতি সেই মন্দিরের উদ্বোধনও হয়েছে। কিন্তু প্রথা মেনে এবারও কালীপুজো নৈহাটিতে বিশালকার কালীর মৃন্ময়ী মূর্তি মহাধুমধামে পুজো করা হয়েছে। লাখ লাখ ভক্ত বড়মা দর্শনে সেখানে ভিড় জমিয়েছেন।

নৈহাটির ঘাটে গঙ্গায় প্রত্যেকবার বড়মার বিশালাকার মূর্তি নিরঞ্জন করা হয়। শোভাযাত্রা করে মূর্তি নিয়ে যাওয়া হয় ঘাটে। বড়মার বিসর্জনেও বিপুল সংখ্যায় ভক্ত সমাগম হয় নৈহাটিতে। এবারও তার অন্যথা হবে না।

বড়মা পুজো কমিটির তরফে জানানো হয়েছে, দুপুর ৩টে থেকে বিসর্জনের শোভাযাত্রা শুরু হবে। পুলিশ ও প্রশাসনের নির্দেশ অনুযায়ী সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে শুধুমাত্র ব্যাজ পরিহিত স্বেচ্ছাসেবকরা বড়কালীর কাঠামো গঙ্গার দিকে টেনে নিয়ে যাবেন। নিরঞ্জনের সময় সাধারণ ভক্তদের প্রতিমার সামনে যাওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে।


You might also like!