Festival and celebrations

1 year ago

Durga Puja 2023 :শুশুনিয়া পাহাড়ের কোলে মা দুর্গার আগমনের প্রস্তুতি শুরু

Durga Puja 2023
Durga Puja 2023

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নদীর দুই পাড়ে কাশফুলের শোভা । জানান দিচ্ছে, দুর্গাপুজোর (Durga Puja 2023) আর বেশিদিন বাকি নেই । চার ছেলে-মেয়েকে নিয়ে মা আসছেন বাপের বাড়ি । তাই, ঘরের মেয়েকে বরণ করে নিতে জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলা । খুঁটিপুজোর মাধ্যমে শুশুনিয়া (Susunia) পাহাড়ের কোলে মা দুর্গার আগমনের প্রস্তুতিও শুরু হয়ে গেল ।

বাঁকুড়া শহর থেকে ১৩ কিলোমিটার দূরে বাঁকুড়া-পুরুলিয়া (Bankura-Purulia) রোডের ধারে অবস্থিত ছাতনা । সেখানেই শুশুনিয়া পাহাড়ের কোলে প্রতি বছর পুজোর আয়োজন করে আসছে শুশুনিয়া সর্বজনীন দুর্গোৎসব সমিতি । এবার ১৫ বছরে পড়ল তাদের পুজো । সম্প্রতি, সেখানে সমস্ত নিয়ম মেনেই মহাসমারোহে খুঁটিপুজো সম্পন্ন হল । প্রত্যেক বছরের মতো এবছরের পুজোতেও অভিনব থিমের আয়োজন করা হয়েছে ।

উদ্যোক্তারা জানাচ্ছেন, পরিবেশবান্ধব থিমের উপর সাজছে তাঁদের মণ্ডপ । বাঁশ, মাটি, খড়, সুতলি, খবরের কাগজ এসব পরিবেশ বান্ধব সামগ্রী দিয়েই মণ্ডপ সাজাচ্ছেন পুজো উদ্যোক্তারা। ইতিমধ্যে তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে । এবছর চতুর্থী দিনে পুজোর উদ্বোধন ও দর্শনার্থীদের জন্য মণ্ডপ খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন পুজো কমিটির উদ্যোক্তারা ।

জানা গিয়েছে, বিগত কয়েক বছর ধরেই এই পুজো কমিটি অভিনব থিম ভাবনার মধ্য দিয়ে সুস্থ সামাজিক বার্তা দিয়ে চলেছেন । ২০১৯ সালের থিম গ্রাম্যজীবন, ২০২১ সালের থিম বৃদ্ধাশ্রম এবং ২০২২ সালের থিম মাতৃঋণ নজর কাড়ে সকলের । এমনকী এই তিন বছর পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত বিশ্ব বাংলা শারদ সম্মানে প্রথম স্থান অধিকার করে তারা । এবারের থিমেও যে দারুণ চমক থাকছে, তা বলাই বাহুল্য । 

You might also like!