Festival and celebrations

1 year ago

Durga Puja 2023:রথযাত্রার পুণ্যতিথিতেই দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ল কোচবিহারে

On the auspicious day of Rath Yatra, Durga Puja was celebrated in Cooch Behar
On the auspicious day of Rath Yatra, Durga Puja was celebrated in Cooch Behar

 

কোচবিহার, ২০ জুন  : বৃষ্টি মাথায় করে রথযাত্রার পুণ্যতিথিতেই দুর্গাপুজোয় ঢাকের কাঠি পড়ে গেল কোচবিহারে। মঙ্গলবার মহিলা ঢাকিদের সঙ্গে নিয়ে শোভাযাত্রা বের করল সুভাষপল্লি স্পোর্টিং ক্লাব। এবারে তাদের দুর্গাপুজোর ৭৫তম বর্ষ। ‘পুরোনো সেই দিনের কথা, মানতপুরীতে ঠেকাই মাথা’ শীর্ষক থিম তৈরি করা হবে।

উদ্যোক্তাদের দাবি, তাঁদের পুজোর বাজেট ৬০ লক্ষ টাকা। এর আগে কোচবিহার ও সংলগ্ন এলাকায় এত বড় বাজেটের পুজো খুব একটা হয়নি বলেই দাবি তাঁদের। এদিন খুঁটি পুজোর পর শান্তির বার্তা দিতে পায়রা ও বেলুন ওড়ানো হয়। এরপর সুসজ্জিত খুঁটি ও ১৩ জন মহিলা ঢাকি নিয়ে কোচবিহার শহর পরিক্রমা করেন তাঁরা। এলাকার প্রচুর মানুষ প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে সেই শোভাযাত্রায় অংশ নেন। গ্রীষ্মের দাবদাহ শেষে সবে বর্ষা ঢুকেছে কোচবিহারে। শরৎ আসতে এখনও অনেক বাকি। তবে পুজোর প্রস্তুতিতে খামতি রাখতে চাইছেন না বিগ বাজেটের পুজোগুলির উদ্যোক্তারা। তাই শেষ মুহূর্তে যাতে প্রস্তুতিতে কোনও সমস্যা না হয় সেজন্য আগেভাগেই প্যান্ডেল গড়ার কাজ শুরু করা হচ্ছে। মঙ্গলবার খুঁটিপুজোর পর থেকেই জোরকদমে সেই কাজ চলবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।

You might also like!