Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

Festival and celebrations

2 years ago

Nanda Utsav 2023:করণদিঘিতে পালিত হল নন্দ উৎসব

Nanda Utsav is celebrated in Karandighi
Nanda Utsav is celebrated in Karandighi

 

ডালখোলা, ৭ সেপ্টেম্বর : উত্তর দিনাজপুরের করণদিঘির ডুকিভিটায় পালিত হল নন্দ উৎসব। জন্মাষ্টমী উপলক্ষ্যেই বৃহস্পতিবার করণদিঘি ব্লকের ডুকিভিটায় বিধায়ক গৌতম পাল ও তাঁর স্ত্রী উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পালের উদ্যোগে নন্দ উৎসব পালিত হয়।

এদিন নারকেল কাড়াকাড়ি খেলায় পুরুষ, মহিলা ও শিশু তিনটি বিভাগে অসংখ্য মহিলা পুরুষ ও কচিকাঁচারা অংশ নেয়। নন্দের দধি হাড়ি ও কলাগাছে নন্দের ভাণ্ডার ভাঙার খেলা হয়। এদিনের নন্দ উৎসবে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়া লাল আগরওয়াল সহ অন্যান্য বিশিষ্ট সমাজসেবীরা।

You might also like!