Festival and celebrations

10 months ago

Diwali Special Sweet: এই দীপাবলিতে বাড়িতেই বানিয়ে ফেলুন ৩ মিষ্টি!

Diwali Sweets (File Picture)
Diwali Sweets (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  আর কদিন বাদেই দেশজুড়ে পালিত হবে দীপাবলি। পাঁচদিনের টানা উৎসবে দীপাবলি, ধনতেরাস, লক্ষ্মীপুজো, গণেশপুজো চলতেই থাকে। উপহার আদান প্রদান থেকে মিষ্টি মুখ সবই থাকে দীপাবলিতে। তাই এই উৎসবে দোকান থেকে মিষ্টি না কিনে বাড়িতেই বানিয়ে নিতে পারেন। 

বরফি

একটি প্যানে ঘি গরম করে তিল রোস্ট করে নিন। বাদামী রং ধরলে নামিয়ে নিন। আবার একটু ঘি দিয়ে আটা ভেজে নিন। ড্রাই ফ্রুটসও ঘি- দিয়ে ভেজে নিন। জলে চিনি আর এলাচ গুঁড়ো দিয়ে সিরাপ বানিয়ে নিন। এই সিরাপে আটা, তিল মিশিয়ে ভাল করে পাক করে নিন। সুন্দর ডো তৈরি হয়ে গেলে একটি প্লেটে ঘি মাখিয়ে তা ঢেলে দিন। এবার পছন্দমতো শেপে তা কেটে নিন। 

নারকেল নাড়ু

নাড়ু কুরিয়ে পাক করে নারকেল নাড়ু তো বানানো হয় তবে এই গোলাপী নাড়ু বানানো বেশ সহজ। এর জন্য নারকেল পাউডার হলেই চলবে। একটি প্যানে ঘি ভাল করে বুলিয়ে দিয়ে ওর মধ্যে নারকেল গুঁড়ো মিশিয়ে নিন। এরপর তা মিশলে কনডেন্স মিল্ক মিশিয়ে নিন। এবার ভাল করে মণ্ড পাকলে ওর মধ্যে সামান্য গোলাপ জল আর দু ড্রপ গোলাপি ফুড কালার মিশিয়ে দিন। সব কিছু ভাল করে মিশিয়ে নিলেই হয়ে যাবে নাড়ুর পাক। এবার নাড়ু বানিয়ে নিলেই চলবে।

পান্তুয়া

এককাপ গুঁড়ো দুধ, দু চামচ ময়দা, ১ চামচ সুজি, এক চিমটে বেকিং পাউডার আর ঘি দিয়ে ভাল করে মেখে নিতে হবে। এর মধ্যে প্রয়োজনমত দুধ দিয়ে মেখে নিন। আটা মাখার মত করে মাখতে হবে। এবার মণ্ড থেকে ছোট ছোট বল তৈরি করে নিন। ফুটন্ত তেলের মধ্যে তচা ভেজে নিলেই তৈরি পান্তুয়া। এবার চিনির সিরায় ১০ মিনিট ফুটিয়ে নিলেই একদম তৈরি।

You might also like!