Festival and celebrations

8 months ago

Makar Sankranti 2024: মকর সংক্রান্তিতে রয়েছে অতি শুভ যোগ! এদিন সূর্য পুজোর ৫ উপকারিতা কি?

Surya Puja on the day of Makar Sankranti (File Picture)
Surya Puja on the day of Makar Sankranti (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আগামী ১৫ জানুয়ারি এই বছরের মকর সংক্রান্তি পালন করা হবে দেশ জুড়ে। এদিন সূর্য মকর ছেড়ে ধনু রাশিতে প্রবেশ করবে। তাই সূর্য উপাসনায় এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। তাই এই দিন সূর্যের আরাধনা যারা করবেন তাঁরা কি কি ফল পাবেন জানুন।

রবি যোগে মকর সংক্রান্তিতে সূর্য পুজো করার ৫ উপকারিতা

রবি যোগে সূর্যদেবের আরাধনা করলে আপনার জীবনের সব সমস্যা দূর হয়ে যাওয়া শুরু হবে। সূর্যদেবের আশীর্বাদে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে ও আয়ুবৃদ্ধি হবে। সব ধরনের অসুখ বিসুখ থেকে মুক্তি পাবেন আপনি।

রবি যোগে আপনি যে কাজ করবেন, সেই কাজে সাফল্য লাভ করার সম্ভাবনা অনেকটাই বেড় যায়। এই সময় সব দোষ কেটে গিয়ে কাজে সাফল্য পাওয়া যায়।

রবি যোগে সূর্য দেবতার আরাধনা করলে সম্পদ ও সমৃদ্ধি লাভ করা সম্ভব হয়। এই দিনে সূর্যের পুজো করলে শনি মহারাজেরও আশীর্বাদ পাওয়া যায়।

রবি যোগে সূর্যের পুজো করলে ধন-ধান্যে সংসার ভরে ওঠে, কেরিয়ারে উন্নতি করা সম্ভব হয়। এদিন সূর্যের কৃপা লাভ করতে গুড়, লাল পোশাক, ঘি ও তামা দান করুন।

মকর সংক্রান্তিতে রবি যোগের শুভ ফল লাভ করতে এদিন মনের অহংকার দূর করুন। এদিন ভুলেও বাবা-মা ও অন্য কোনও প্রবীণকে অপমান করবেন না। এদিন আইন বিরুদ্ধ কোনও কাজ করবেন না। জলের মধ্যে লাল চন্দন ও লাল ফুল যোগ করে সেই জল সূর্য দেবতাকে নিবেদন করুন।


You might also like!