Festival and celebrations

1 year ago

DurgaPuja 2023 : রথের রশিতে টান পড়তেই প্রস্তুতি শুরু দেবীর আবাহনের, কেন করা হয় খুঁটি পুজো? জেনে নিন কারন

Durga Puja 2023 (File Picture)
Durga Puja 2023 (File Picture)

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শুভ রথযাত্রা মধ্যে দিয়ে শুরু হয়ে যায় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দূর্গাপুজোর তোড়জোড়। রথের দিন প্রথা মেনে কাঠমা পুজো থেকে খুঁটি পুজো হয় অনেক বনেদি ও বারোয়ারি পুজোতেই। কিন্তু দুর্গাপুজোর প্রস্তুতি শুরুর আগে কেন খুঁটিপুজো করা হয় তা জানা আছে কী? 

খুঁটি পুজো এখন ইন ট্রেন্ড, তবে কী কেবল  নিজের পুজোকে প্রমোট করতে বা কেবলই যাকজমকের জন্যই কী করা হয় এই নীতি? নাকি এর সঙ্গে যুক্ত আছে কোনো ঐতিহ্য বা পৌরানিক কাহিনি, আসুন জেনে নিই। 

খুঁটি পুজোর ধারনাটি এসেছে প্রায় শত বছর পুরনো এক রীতি থেকে।  আগে এত ক্লাব, থিম নিয়ে বাড়াবাড়ি ছিল না। তখন পুজো মানে ছিল বনেদিয়ানা, সাবেকিয়ানা। তবে দিন বদলের সঙ্গে সঙ্গে বদলেছে পুজোর ধরন। সাবেকিয়ানার সঙ্গে মিসেছে আধুনিকতা। রথের শুভ দিনে অনেকেই দেবীর কাঠমা পুজো করেন। এর সাথে এখন যুক্ত হয়েছে খুঁটিপুজোর মতো রিচুয়ালস। 

এক সময় পুজো প্যান্ডেল মানে ছিল বাঁশ ও রঙিন কাপড়ের তৈরি। তবে সেখানেও সামগ্রীতে এসেছে অভিনবত্ব। তবে মানুষের শিকড়ের টান থেকেই যায়। সে কারনে বারবার মানুষ ফিরে আসে তার শিকড়ের কাছে। 

 কার্যত আমরা সকলেই কোন শুভ কাজের শুরুর আগে আমরা বিশেষ ধর্মীয় কিছু রীতি পালন করে থাকি, সেরকমই দুর্গাপুজোকে কেন্দ্র করে সমস্ত বাধা, বিপত্তি, অপ্রীতিকর ঘটনা এড়িয়ে যাতে সুষ্ঠ ভাবে অনুষ্ঠানটি সম্পন্ন করা সম্ভব হয়  তারই জন্য পালিত হয় এই অনুষ্ঠান। 

You might also like!