Festival and celebrations

11 months ago

Beauti Tips for Puja : পুজোয় ফ্লোলেস মেকআপ করতে ব্রাশ ও ব্লেন্ডার পরিষ্কার রাখুন

Care of Make up Brush
Care of Make up Brush

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সারা বছর মেকআপ না করলেও, পুজোর কটাদিন সকলেই কমবেশী মেকআপ করতে পছন্দ করেন। মেকআপ করাতে যদি আপনি খুব অপটু হন তাহলেও নিদেন পক্ষে ফাউন্ডেশন, কাজল, লিপস্টিকের ব্যবহার তো করেই থাকেন। আর মেকআপে যদি খুব পটু হন, তাহলে ব্রঞ্জার থেকে ব্লাশ সবই থাকে মেকআপ কিটে। তাছাড়া আজকাল ইউটিউব দেখে মেকআপ শিখে নেন অনেকেই। কিন্তু শুধু নিখুঁত মেকআপ করলে চলবে না। মেকআপ ব্রাশের উপরও জোর দেওয়া দরকার। ব্রাশ, ব্লেন্ডার ছাড়া মেকআপ করা সম্ভব নয়। ব্রাশ ও ব্লেন্ডার যত বেশি নরম হবে, মেকআপ করা ততই সহজ হবে।

কিন্তু ব্রাশ ও ব্লেন্ডার পরিষ্কার না করলে ত্বকে ফাঙ্গাল ইনফেকশন দেখা দিতে পারে।তাই পুজোয় মেকআপ করার আগে ব্রাশ ও ব্লেন্ডার পরিষ্কারের উপায় জেনে নিন। 

কটি পাত্রে শ্যাম্পু নিন। এর মধ্যে ব্রাশ দিয়ে ঘষে নিন। তারপর হালকা গরম জলে ভিজিয়ে রাখুন দু’মিনিট। তারপর পরিষ্কার জলে ব্রাশ ও ব্লেন্ডার ধুয়ে নিন।

একটি গ্লাসে সামান্য গরম জল নিন। এবার এতে কয়েক ফোঁটা শ্যাম্পু মিশিয়ে নিন। এর মধ্যে মেকআপ ব্রাশ ও ব্লেন্ডারগুলো ভিজিয়ে রাখুন। প্রায় ঘণ্টা দুয়েক ব্রাশ ও ব্লেন্ডারগুলো ভিজিয়ে রাখলে এর মধ্যে জমে থাকা সমস্ত রং উঠে যাবে। এরপর ব্রাশ ও ব্রাশ ও ব্লেন্ডার পরিষ্কার জলে ধুয়ে নিন। ব্রাশ শুকনো করতে ভুলবেন না যেন।

ব্রাশ ও ব্লেন্ডার ভিজে অবস্থায় ব্যবহার করবেন না। ব্রাশ ও ব্লেন্ডার শুকনো করার ক্ষেত্রেও আপনাকে মানতে হবে সহজ টোটকা। পরিষ্কার টিস্যু পেপারে কিংবা তোয়ালের উপর ভিজে ব্রাশ ও ব্লেন্ডারগুলো রেখে দিন। পাখার হাওয়াতেই এগুলো শুকনো করে নিন। কোনও তাপ ব্যবহার করলে ব্রাশ ও ব্লেন্ডার নষ্ট হয়ে যেতে পারে।

আজকাল এমন অনেক ব্লেন্ডার পাওয়া যায়, যা স্পঞ্জ দিয়ে তৈরি। চোখের আশেপাশে ফাউন্ডেশন ব্লেন্ড করার জন্য ছোট স্পঞ্জও ব্যবহার করা হয়। এই ধরনের ব্লেন্ডারগুলো শ্যাম্পু দিয়ে পরিষ্কার করবেন না। হাত ধোয়ার তরল সাবান দিয়ে স্পঞ্জ ধুয়ে নিন। ধোয়া পর শুকনো কাপড়ে মুছে নিন। তারপর পাখার হাওয়ায় শুকনো করে নিন।

You might also like!