Breaking News
 
Giriraj Singh on Mamata Banerjee: :‘বিহার জিতছি, এবার বাংলা টার্গেট’, কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজের হুঙ্কার; পাল্টা মুখ খুলল তৃণমূলও Bihar Assembly ElectionLIVE UPDATE: ভোটের ফলে মুখ থুবড়ে পড়ল তেজস্বী যাদব! আরজেডির গড়েই পিছিয়ে লালুপুত্র, কংগ্রেসের ভরাডুবি Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে

 

Festival and celebrations

2 years ago

Durga Puja 2023: বসিরহাটেই এবার কেদারনাথ!

Kedarnath is now in Basirhat
Kedarnath is now in Basirhat

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বরফের পাহাড়ে পৌঁছে যাবেন কেদারনাথ মন্দিরে। খুঁটি পুজোর মধ্যে দিয়ে শুরু হল বসিরহাটের নবারুন সংঘের মাঠে বাঙালির প্রাণের উৎসবের প্রস্তুতি। হাতে গোনা বাকি আর মাত্র কয়েকটা দিন। এরপরই শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো।জেলার বিভিন্ন প্রান্তে ছোট কিংবা বড় বিভিন্ন পুজোর প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দেওয়া হয়েছে। আর দুর্গা পুজোর সময় যদি বিভিন্ন পুজোমণ্ডপ ঘুরতে ঘুরতে হিমালয় বক্ষে কেদারনাথে ঘুরে আসতে পারেন তাহলে কেমন হয়? যারা সময় এবং টাকার অভাবে কেদারনাথে যেতে পারেন না, তারাও চাইলেই এবার বসিরহাটের এই পুজো মণ্ডপে ঘুরে যেতে পারেন।

খুঁটি পুজোর ধারণা এসেছে শত বছরের পুরোনো রীতি থেকে। আগে পুজো মানেই ছিল বনেদি বাড়ির পুজো। তখনকার দিন এখনকার মত ছিল না। ঠাকুরবাড়ির দালানে প্রতিমার কাঠামোর পুজোর মধ্যে দিয়ে শুরু হত পুজোর প্রস্তুতি। তারপর বাঁশে রঙিন কাপড় জড়িয়ে বানানো হত চাকচিক্যহীন পুজো প্যান্ডেল।কিন্তু ক্রমেই সময়ের সঙ্গে এই খুঁটি পুজো নিয়েও মানুষের প্রতিযোগিতা বেড়ে উঠছে ক্রমে। তবে মহানগরী কোলকাতার জাঁকজমকপূর্ণ বিভিন্ন পুজোর থিমের ভিড়ে পিছিয়ে নেই জেলার বিভিন্ন পুজো মন্ডপগুলিও। বসিরহাট শহরে বসিরহাট পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে এবার পুজোর থিম কেদারনাথ মন্দির।হিমালয়ের উপরে কেদারনাথ মন্দিরের আদলে তৈরি হবে এই মণ্ডপ।

এদিন খুঁটি পুজো পরিদর্শনে উপস্থিত ছিলেন বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক ডক্টর সপ্তর্ষী বন্দ্যোপাধ্যায়। পুজো কমিটির উদ্যোক্তা ভাস্কর মিত্র জানান, বসিরহাটের মানুষদের জন্য এবারের থিম বিশেষ আকর্ষণীয় হয়ে উঠবে এটা নিশ্চিত। বরফের শীতল পাহাড়ের উপর দিয়ে কেদারনাথ মন্দিরের প্রতিমা দর্শনের সুযোগ থাকবে।

You might also like!