Festival and celebrations

1 year ago

Kaushiki Amavasya: কৌশিকী অমাবস্যায় তারাপীঠ পাড়ি দিচ্ছেন? তার আগে জেনে নিন কেমন থাছে এবারের হোটেল ভাড়া

Kaushik Amavasya in Tarapith Dham (File Picture)
Kaushik Amavasya in Tarapith Dham (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কৌশিকী অমাবস্যার কারনে ইতিমধ্যেই দলেদলে ভক্ত সমাগম হয়েছে তারাপীঠ ধামে, আবার কেউ কেউ তারাপীঠের উদ্দেশ্য রওনা দেবেন বলে প্রস্তুত , শুধু তারাপীঠ পৌঁছালেই তো হবে না, একতা ঠিকঠাক থাকার জায়গার ও ব্যবস্থা ও করতে হবে। ইতি মধ্যেই লক্ষাধিক ভক্তের ভিড় সামাল দিতে তৎপর প্রশাসন। দফায় দফায় প্রশাসনের তরফ থেকে বৈঠক চলছে। সব দিক বিচার করে হোটেল ব্যবসায়ীরাও সব শ্রেনীর মানুষের কথা বিবেচনা করে সর্বোচ্চ ও সর্বনিম্ন হোটেল ভাড়া স্তির করেছেন যাতে ভক্তদের থাকা নিয়ে বিপাকে পড়তে না হয়। 

অনুমান করা হচ্ছে এই বছর ৭ থেকে ৮ লক্ষের ভক্তের সমাগম হতে পারে তারাপীঠে। আর সেই নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে,গোটা তারাপীঠ এলাকায় বসানো হয়েছে ওয়াচ টাওয়ার,  ১৪০টিরও বেশি সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। সাধারণ মানুষের সুবিধার্থে তৈরী করা হয়েছে মেডিক্যাল ক্যাম্প, কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়ন থাকবে দমকলবাহিনী। দর্শনার্থীদের কথা মাথায় রেখে প্রত্যহ ব্যবস্থা থাকবে ৭ লক্ষ জলের পাউচের৷এছাড়াও হোটেল সংক্রান্ত যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে হোটেল কর্তৃপক্ষের তরফ থেকে একটি হেল্প ডেস্ক নম্বর খোলা হবে যেখানে পুণ্যার্থীদের হোটেল সংক্রান্ত যেকোনো অভিযোগ পাওয়া গেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে হোটেল কর্তৃপক্ষ থেকে শুরু করে প্রশাসন।কৌশিকী অমাবস্যার পুণ্যতিথিতে দ্বারকা নদীর ঘাটে স্নান করতে গিয়ে যদি কেউ সমস্যার সম্মুখীন হন, তার জন্য ডুবুরির ব্যবস্থা করা হয়েছে নদীর প্রত্যেকটি ঘাটে। 

মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান পুজোর দিন গুলিতে ভিড় সামাল দিতে ওয়াচ টাওয়ারের পাশাপাশি অতিরিক্ত নিরাপত্তারক্ষী ব্যাবস্থা করা হয়েছে মন্দিরের তরফ থেকে।

You might also like!