দুরন্ত বার্তা
ডিজিটাল ডেস্কঃ- শুধু হিন্দুরা নয়, মুসলিমরাও পুজো দেন দেড় হাজার বছরের কালীমন্দিরে।
পাকিস্তানের বালুচিস্তানের কালাট শহরে পুজিতা কালাট কালী বা দেবী কালাটেশ্বররী। ২০
ফুট উচ্চতার প্রতিমা রণসাজে সজ্জিতা দশভুজা। এখানে দেবী উগ্র রণচণ্ডী, কালচে-নীলবর্ণা,
গলায় ঝুলছে করোটির মালা। দশ হাতে ত্রিশূল,গদা, তরবারি, ঢাল, শঙ্খ, চক্র, ধনুক, নরমুণ্ড
ও খঞ্জর। বিশাল জিভ বের করে দাঁড়িয়ে রয়েছেন তিনি। মা কালীর এই রূপ আর কোথাও দেখতে
পাওয়া যায় না।
কার্তিক মাসের
অমাবস্যা তিথিতে তিন দিনব্যাপী অনুষ্ঠান চলে এখানে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীদের
ভিড় জমে। ভক্তদের আতিশয্য, ভিড় থেকে আলাদা রাখার জন্য বিগ্রহটি বুলেটপ্রুফ কাচ দিয়ে
ঘিরে রাখা আছে। বালুচিস্তানের শিখদের কাছেও অত্যন্ত পবিত্র এই মন্দির। স্থানীয় লোকগাথা
থেকে জানা যায় অনেক শিখ গুরু এই মন্দিরে বিভিন্ন সময় এসেছেন। এই মন্দিরে কালীমাতার
বিগ্রহের সামনে রাখা আছে গুরু নানকের ছবি।
তবে শোনা যায়,
রাজনৈতির কারণে, জাতিভেদের কারণে অতীতে বহুবার এই মন্দির ভাঙার চেষ্টা হলেও তা সম্ভব
হয়নি। প্রতিবারই ব্যর্থ হয়েছে পরিকল্পনা। মনে করা হয় কালাটেশ্বরীর শক্তিই তা হতে দেয়নি।
তাই আজও মহাসমারহে পুজো চলে আসছে এই মন্দিরে।