Festival and celebrations

11 months ago

Durga Puja 2023 : ৬০০ বছরের প্রাচীন ও ঐতিহ্যবাহী এই পুজোয় হিন্দু মুসলিম ভেদাভেদ মুছে এক সঙ্গে পুজোর কাজ করেন

Durga Puja (Symbolic Picture)
Durga Puja (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ উৎসব কেবল আনন্দ ও উদ্দীপনার সঞ্চার করে না নিয়ে আসে সম্প্রীতির বার্তা ও। তেমনই সম্প্রীতির দৃষ্টান্ত মেলে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বিখ্যাত ‘কোদাখাকি দুর্গাপুজো’! মুসলিম অধ্যুষিত এলাকার প্রায় ৬০০ বছরের প্রাচীন ও ঐতিহ্যবাহী এই পুজোয় হিন্দু মুসলিম হাতে হাত লাগিয়ে এক সঙ্গে পুজোর কাজ করেন, এমনকি পুজোর দান সামগ্রীও আসে মুসলিম পরিবারের থেকে।

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের লক্ষ্মী জনার্দনপুরের বহুরা গ্রামে এমনই এক পুজো পালন করা হয়। প্রতি বছরই পুজোয় ঠাকুরের বোধনের ঠিক আগের দিন এলাকার কোনও এক মুসলিম পরিবারের সদস্য স্বপ্নাদেশ পান দেবীর থেকে, যেখানে দেবী জানান সেই পরিবার কোন পুজোর সময়ে কোন সামগ্রী দান করবেন! প্রায় ৬০০ বছরের পুরনো এই পুজোয় আজও একই উপকরণ, একই ভোগ দেওয়া হয় একই নিয়ম রীতি মেনে। দেবীকে দেওয়া প্রথম ভোগ এখনও আসে মুসলিম সম্প্রদায়ের কোনও পরিবারের থেকেই, তার পরে অন্যান্য পরিবারের সকলে ভোগ দিতে পারেন।পরিবর্তনের স্রোতে আজও অটুট থেকে গিয়েছে  ‘কোদাখাকি দুর্গাপুজো’র সম্প্রীতির সেই ছবি।

লোক মুখে প্রচলিত আছে যে, বহু শতাব্দী আগে এক সাংঘাতিক বন্যায় এলাকার সব ধানের জমি ডুবে যায়। নষ্ট হয়ে যায় সব ফসল। তখন পুজোর সময় এক মুসলিম পরিবারের সদস্য স্বপ্নাদেশ পান যে, পুজোয় ঠাকুর ভোগ নেবেন কাউন চালের, সঙ্গে থাকবে ডাঁটা, কাঁঠাল আর গঙ্গার তাজা ইলিশ মাছ। কাউন চালকে পুরনো আমলে কোদা বলা হত। সেই থেকেই দেবীর নাম ‘কোদাখাকি দুর্গা’।

রঘুনাথগঞ্জের বন্দ্যোপাধ্যায় পরিবারের বাস ছিল আগে সাগরদিঘির মণিগ্রামে। শোনা যায়, জোতকমলের জমিদার শরৎচন্দ্র বন্দ্যোপাধ্যায় একবার জমিদারির কাজ সেরে ফিরছিলেন। ডাকাতের উপদ্রবের ভয়ে তিনি এক জঙ্গলের পথ ধরেন। সেখানে তিনি নিজের চোখে প্রথম ডাকাতদের দুর্গা প্রতিমা দেখতে পান। তার পরেই তিনি স্বপ্নাদেশ পান যে, অমন প্রতিমার মতোই প্রতিমা গড়ে দিতে হবে মায়ের পুজো। তো, সে ভাবেই শুরু হয় পুজো। এই পুজোকে ঘিরে এক ধরনের সম্প্রতির আবহ বিরাজ করে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে।

প্রথা মতো মুসলিম রমণীরা শাঁখা পলা পরিয়ে দেন, মায়ের ভোগ হয় কাউন চাল দিয়ে, আর নিত্য পুজো শুরুই হয় ছাগ বলি দিয়ে। তবে এই পুজোয় সন্ধ্যা আরতির কোনো রীতি নেই। 

You might also like!