Festival and celebrations

11 months ago

Buri Durga-Hooghly: বাড়ির মেয়ে 'উমা' রূপে পূজিত হন হুগলির বুড়ি দুর্গা, দশমীতে তাঁর পান্তা ছাড়া চলে না!

Durga Puja 2023
Durga Puja 2023

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ‘আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী’, পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। তোরজোর শুরু হয়ে গিয়েছে বারোয়ারি থেকে শুরু করে বনেদি বাড়িগুলিতেও। শ্রীরামপুরের বুড়ি দুর্গাপুজো এই বছর পা দেবে ৪১৮ বছরে। আজও একইভাবে নিয়মনিষ্ঠা ভরে পুজো চলে আসছে বুড়ি দুর্গার। এই বাড়িতে দেবী পূজিত হন বাড়ির মেয়ে হিসেবে। পুরাণ মতে এই দেবী পূজিত হন। মহালয়ার পরের দিন থেকেই শুরু হয়ে যায় দেবীর আরাধনা।

মাকে সাজানো হয় ডাকের সাজে। সপ্তমীর দিন ৭ রকম পদ, অষ্টমীর দিন ৮ রকম পদ, এবং নবমীর দিন ৯ রকম পদ ভোগ দেওয়া হয় মাকে। দশমীর দিন মায়ের ভোগে থাকে বিশেষত্ব - সেদিন উমাকে নিবেদন করা হয় চালতা দিয়ে মটর ডাল, পান্তা ভাত , কচু শাক, এরপরেই নিরঞ্জনের জন্য বের করা হয় উমাকে।

কথিত আছে, একসময় এই বাড়ির পুজোয় ঠাকুরদালানে গান গেয়ে গিয়েছিলেন অ্যান্টনি কবিয়াল। কবিগানের আসর বসত পুজোর সময়। তবে এখন সেসব প্রথা বন্ধ হয়ে গেলেও বাড়ির সদস্যরাই নেচে গেয়ে মাতিয়ে রাখেন চারিদিক।


You might also like!