Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

Festival and celebrations

2 years ago

Skin Care in Puja: পুজোর আগে পেয়ে যান ঝলমলে ত্বক! ভরসা রাখুন এই স্কিন কেয়ার টিপসে

Skin Care (File Picture)
Skin Care (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পুজোর আগে সুন্দর ত্বক পেতে কে না চায়? আর এই ইচ্ছাপূরণে প্রাক পুজো মরশুমে সকলে লেগে পরেন ত্বকের পরিচর্চায়। কেউ এ পার্লার সে পার্লার ঘুরে বেড়ান আবার কেউ কেউ স্কিন ট্রিটমেন্ট করাতে উদগ্রীব হয়ে পড়েন। সেকারণে পুজোর আগেই খরচ হয়ে যায় একগুচ্ছের টাকা। তবে আজ আপনাদের কে জানাতে চলেছে একটি সহজ পন্থা, যার কারণে প্রাক পুজোর মরশুমে আপনি পেয়ে যেতে পারেন উজ্জ্বল ত্বক। এর জন্যে খরচও হবে একদম কম। ত্বকের বিশেষজ্ঞদের মতে কেবলই দামি দামি স্কিন কেয়ার প্রোডাক্ট ত্বকে অ্যাপ্লাই করলেই ত্বকের জৌলুশ ফিরে আসে না। বরং স্বল্প খরচে স্বল্প কিছু প্রোডাক্ট ট্রাই করে ও স্কিন কেয়ার রুটিন ফলো করে ত্বকের হাল ফেরানো সম্ভব। আসুন জেনে নেওয়া যাক কি সেই ফর্মুলা? এই ফর্মুলার নাম আসলে CTM অর্থাৎ ক্লিঞ্জিং, টোনিং এবং ময়শ্চারাইজিং। 

১) ক্লিঞ্জিং

সঠিক ত্বকের অন্যতম শর্তই হল ত্বকের সঠিক ক্লিঞ্জিং। দিনে দুবার ত্বকের ক্লিঞ্জিং করতে হবে। সকালে বাইরে বেরোনোর আগে একবার এবং বাড়িতে ফিরে একবার ত্বকের ক্লিঞ্জিং করতে হবে। এই পদ্ধতিতে অবশ্যই ফিরবে ত্বকের হাল। 

২) টোনিং 

ক্লিঞ্জিংয়ের পর অবশ্যই টোনার লাগাতে ভুলবেন না। ত্বকের পিএইচ ভারসাম্য বজায় রাখতে স্কিন টোনিং বিশেষ জরুরি। পিএইচ ভারসাম্য নষ্ট হয়ে গেলে নানান সমস্যার সম্মুখীন হয় আপনার ত্বক সেটি রুক্ষ হয়ে ওঠে অথবা তৈলাক্ত হয়ে ওঠে। বিশেষজ্ঞদের মতে স্কিনকেয়ার রুটিনে টোনার নাকি সবচেয়ে ‘আন্ডাররেটেড’ এবং অনেকেই এর ব্যবহারও ঠিকমতো জানেন না। টোনিং করতে ক্লিনজিং করার পরে একটি কটন প্যাডে টোনার নিয়ে সারা মুখে লাগিয়ে নিন। কটন প্যাড ত্বকের উপরে ঘষবেন না। সকালে এবং রাতে দুবার টোনার ব্যবহার করবেন।

৩) ময়শ্চারাইজিং

টোনিংয়ের পরবর্তী ধাপই হল ময়শ্চারাইজিং। সকালে এবং রাতে, দিনে দুবার  ময়শ্চারাইজার লাগান। তবে আপনার স্কিন যদি সংবেদনশীল হয় বা আপনার স্কিন কেয়ার চলে তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়াটা আবশ্যিক

You might also like!