Festival and celebrations

11 months ago

Kojagori Lakshmi Puja 2023: ১২৬ বছর ধরে বনেদিয়ানা সঙ্গে চলে আসছে মণ্ডল পরিবারের লক্ষ্মী পুজো!

Mandal family's Lakshmi Puja
Mandal family's Lakshmi Puja

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বনেদি বাড়ির দুর্গা পুজো, কালি পুজো এই কথাগুলোর সাথে আমরা পরিচিত ছিলাম। তবে বনেদি বাড়ির লক্ষ্মী পুজো! কথাটা একটু নতুন। ১২৪ বছর ধরে হয়ে আসছে লক্ষ্মীপুজো। পরিবারের প্রবীণ পুরুষ ত্রৈলোক্যনাথ মন্ডল এই পুজো শুরু করেন। লক্ষ্মী দেবীর স্বপ্নাদেশে ১৩০৩ বঙ্গাব্দে এই পুজো শুরু হয়। দেবী স্বপ্নাদেশের পর বাড়িতে প্রতিষ্ঠা করে, ত্রৈলোক্যনাথ মন্ডল লক্ষ্মী দেবীর আরাধনা শুরু করেন। প্রচলিত রয়েছে পুজো শুরু করার মাত্র দু\'বছরের মধ্যেই, তিনি এলাকার অন্যতম ধনী ব্যক্তিতে পরিণত হন। তারপর থেকে এখনও ঐতিহ্যের সঙ্গে লক্ষ্মী দেবীর আরাধনা করে আসছে মন্ডল পরিবার।

একটা সময় বীহারপুরের মন্ডল পরিবারের লক্ষ্মীপুজো  খুবই জাঁকজমকের সঙ্গে পালন করা হত। তবে পরিবারের বেশিরভাগ সদস্য এখন একসঙ্গে থাকেন না। অনেকেই বাইরে থাকেন। তাই আগের মতো আর পুজোর জাঁকজমক নেই। তবে ঐতিহ্য ধরে রাখা হয়েছে। ত্রৈলোক্যনাথ মন্ডল যখন পুজো শুরু করেছিলেন, তখন পুজোর দুদিন গ্রামের সবাইকে একসঙ্গে খাওয়ানো হত। তবে সেই প্রথা এখন বন্ধ হয়ে গিয়েছে। এখন শুধু পরিবারের শরিক সদস্যরাই পুজোর সময় একসঙ্গে খাওয়া দাওয়া করেন।

You might also like!