Festival and celebrations

11 months ago

Diwali 2023: দীপাবলির দিন প্রদীপ জ্বালানোর সাথে মেনে চলুন এই নিয়ম গুলি

Diya (File Picture)
Diya (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দীপান্বিতা অমাবস্যা বা দীপাবলির দিন প্রদীপ জ্বালানো হয়। বলা হয় এই প্রদীপের আলোর মাধ্যমে অশুভ শক্তিকে বাড়ি থেকে দুরে রাখা হয়। দীপাবলি উৎসব শুরু হয় ধনতেরাস থেকে এবং চলে মোটামুটি ভাইফোঁটা অবধি। পাঁচ দিনের এই উৎসবে মূল আকর্ষণ কিন্তু আলো। 

তেল নয়, দীপাবলির সন্ধেয় গাওয়া ঘি দিয়ে প্রদীপ জ্বালাতে পারেন। এটি অত্যন্ত শুভ ফল দেয়। এর ফলে সমস্ত রকম অশুভ শক্তি আপনার ঘর থেকে দূরে সরে যাবে এবং আপনার ঘরে পজিটিভ শক্তির বাতাবরণ তৈরি হবে। সব প্রদীপ ঘি দিয়ে জ্বালাতে না পারলে মূল দরজার সামনে একটি অন্তত গাওয়া ঘি-এর প্রদীপ জ্বালান।

প্রদীপে একটি লবঙ্গ রেখে দিন এবং সেটি প্রদীপের সঙ্গে জ্বলতে দিন। যার ফলে নেগেটিভ এনার্জি সরে যাবে। লবঙ্গের ধোঁয়াকে শুভ বলে মনে করা হয়। এর ফলে ঘরে সুখ ও সমৃদ্ধি আসবে। ঠাকুরের আসনের সামনে রাখুন এই প্রদীপটি। 

দীপাবলির প্রদীপ জ্বালাতে সর্ষের তেল ব্যবহার করা যেতে পারে। শনির দশা চললে সর্ষের তেলের প্রদীপ জ্বালানো উপকারী।

You might also like!