Festival and celebrations

1 year ago

DurgaPuja 2023 : দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু, কুমোরটুলি থেকে বিদেশ চলে যাচ্ছে মা দুর্গার প্রতিমা

DurgaPuja 2023  (File Picture)
DurgaPuja 2023 (File Picture)

 

কলকাতা, ৪ আগস্ট : দুর্গাপুজোর কাউন্টডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, আর মাত্র কয়েকমাস বাকি। তারপর আলোকমালায় সেজে উঠবে মহানগরী তিলোত্তমা। শুধুমাত্র কলকাতা নয়, দুর্গাপুজোকে ঘিরে বিদেশেও বাঙালির মধ্যে উন্মাদনা কম নয়। বিদেশ থেকে কলকাতার কুমোরটুলিতে প্রতি বছরের মতো এবারও দূর্গা প্রতিমার বরাত এসেছিল, সেই সমস্ত প্রতিমা তৈরির কাজ এখন সম্পন্ন। মা দুর্গার কিছু প্রতিমা ইতিমধ্যেই বিদেশে রওনা হয়েছে, আরও কিছু প্রতিমা কুমোরটুলি থেকে বিদেশে যাওয়ার অপেক্ষায়।

এবার আমেরিকা, কানাডা, জার্মানি ও অস্ট্রেলিয়া থেকে দূর্গা প্রতিমার বরাত এসেছিল কুমোরটুলিতে। প্রতিটি প্রতিমা তৈরির কাজই সমাপ্ত। প্রতিমা শিল্পী মিন্টু পাল বলেছেন, "এ বছর ১৪টি দুর্গা প্রতিমার অর্ডার পেয়েছি, যার মধ্যে কয়েকটি প্রতিমা ইতিমধ্যেই বিদেশে পাঠানো হয়েছে। প্রতিমা পাঠানো হয়েছে আমেরিকা, কানাডা, জার্মানি ও অস্ট্রেলিয়ায়। বিদেশে পাঠানো আমাদের প্রতিমাগুলি শুধুমাত্র ফাইবারগ্লাসের তৈরি।"

You might also like!