Festival and celebrations

11 months ago

Durga Puja 2023 : শ্রীভূমির পুজোর ভিড় নিয়ন্ত্রণ নিয়ে নির্দেশ মুখ্যমন্ত্রীর

Chief Minister's instructions on crowd control of Sreebhoomi Puja (Symbolic Picture)
Chief Minister's instructions on crowd control of Sreebhoomi Puja (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রতি বছরই লেক টাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো দেখতে দর্শনার্থীরা ভিড় জমান, তার জেরে সবচেয়ে বেশি যানজটের কবলে পড়ে ভিআইপি রোডের একটি বড় অংশ। ২০২১ সালে শ্রীভূমির পুজো ঘিরে তৈরি হওয়া ভিড় মাত্রা ছাড়িয়ে যাওয়ায় অষ্টমীর রাতে সেখানে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দিয়েছিল প্রশাসন। সে বছর ওই পুজোর আলোকসজ্জা বিপুল লোক টেনেছিল। ভিড়ের চাপে ভিআইপি রোড তো বটেই, যানজটে স্তব্ধ হয়ে গিয়েছিল ইএম বাইপাসও। অবস্থা এমন দাঁড়ায় যে, রাজ্য প্রশাসনের তরফে পুলিশের এক উচ্চপদস্থ কর্তাকে পরিস্থিতি দেখতে পাঠানো হয়। শেষ পর্যন্ত ওই পুজোয় দর্শকদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। তার পর থেকেই শ্রীভূমির পুজোর ভিড় নিয়ন্ত্রণ নিয়ে চাপে থাকে পুলিশ।

এই পুজো ঘিরে যাতে কোনও ভাবেই ভিআইপি রোড যানজটের কবলে না পড়ে, তার জন্য গত বছরই উদ্যোক্তাদের সাবধান করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার ও এই পুজোয় ভিড় নিয়ন্ত্রণে পুলিশ ও উদ্যোক্তাদের সতর্ক করলেন মাননীয়া। বৃহস্পতিবারও তাঁর বক্তব্যে উঠে এসেছে পুজোয় ভিআইপি রোডে যান নিয়ন্ত্রণের বিষয়টি। মুখ্যমন্ত্রী উদ্যোক্তাদের স্পষ্ট জানিয়ে দেন, পুলিশের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে হবে।

উল্লেখ্য, লেক টাউন, দমদম পার্কের মতো জায়গাগুলির দু-তিনটি পুজোয় আসা দর্শকদের ভিড়ের সিংহভাগই ভিআইপি রোডমুখী থাকে। বিধাননগর কমিশনারেট সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর নির্দেশ তাদের কাছে পৌঁছছে। সেই মতো ভিড় সামলানোর কৌশল ছকা শুরু হয়েছে।

You might also like!