Festival and celebrations

9 months ago

Pous Mela 2023 : পৌষমেলার প্লট বুকিংয়ের ব্যপক দূর্নীতির অভিযোগ

Poush Mela (File Picture)
Poush Mela (File Picture)

 

বোলপুর  : পৌষমেলার প্লট বুকিংয়ের ব্যপক দূর্নীতির অভিযোগ ৷ ব্যবসায়ীদের বিক্ষোভের জেরে বন্ধ হয়ে গেল প্লট বুকিং। পরিস্থিতি সামাল দিতে হিমশিম পুলিশের। জিএসটি নম্বর ছাড়াই নেওয়া হচ্ছে রাজ্য ও কেন্দ্রের জিএসটি। এছাড়া, পৌষমেলার স্টলের জন্য প্লট বুকিংয়ের টাকা সরকারের কোন খাতে জমা পড়ছে কোন সদূত্তর নেই৷ এমনকি, প্লট বুকিংয়ে দালাল চক্র কাজ করছে। অথচ, এই প্রথম পূর্বপল্লীর মাঠে পৌষমেলা করছে রাজ্য সরকার।

বোলপুর-শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতির সভাপতি কাজি মহম্মদ হানিফ বলেন, "জিএসটি নম্বর নেই কেন বলতে পারব না৷ দেখছি বিষয়টা। পরে হয় তো নম্বর দেবে। আর টাকা কোন খাতে টাকা যাচ্ছে মহকুমা শাসক বলতে পারবে।"

২০১৯ সালে শেষবার শান্তিনিকেতনের পূর্বপল্লীর মাঠে হয়েছিল ঐতিহ্যবাহী পৌষমেলা। তারপর থেকে আর হয়নি মেলা ৷ তবে বোলপুর ডাকবাংলো মাঠে ২০২১ ও ২২ সালে বিকল্প পৌষমেলা করেছিল রাজ্য সরকার।

এবার উপাচার্য হিসাবে বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ শেষ হতেই সকলে মনে করেছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ পৌষমেলা করবে৷ কিন্তু, করেনি৷ রাজ্য সরকার মেলা করার জন্য বিশ্বভারতীর কাছে পৌষমেলার মাঠ চেয়ে আবেদন করে। দীর্ঘ টালবাহানার পর মাঠ দেয় বিশ্বভারতী।

অর্থাৎ, ২০১৯ সালের পর পূর্বপল্লীর মাঠে হচ্ছে পৌষমেলা। তবে এই মেলার আয়োজন রাজ্য সরকার৷ ইতিমধ্যের শুরু হয়ে গিয়েছে মেলার স্টলের জন্য প্লট বুকিং। আর এই প্লট বুকিং নিয়ে ব্যপক দূর্নীতির অভিযোগ উঠল৷ ব্যবসায়ীদের বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় প্লট বুকিংয়ের অফিস৷ পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায় পুলিশ।

অভিযোগ, জিএসটি নম্বর ছাড়াই নেওয়া হচ্ছে জিএসটি। শুধু স্টেট জিএসটি নয়, সেন্ট্রাল জিএসটিও নেওয়া হচ্ছে। অথচ কোন জিএসটি নম্বর নেই৷ যা সম্পূর্ণ বেআইনি৷ এমনকি, রাজ্য সরকার মেলা করলেও সরকারের কোন খাতে এই প্লট বুকিংয়ের টাকা জমা পড়ছে তার উল্লেখ নেই৷ ব্যবসায়ীরা যথারীতি জিএসটি নম্বর ছাড়াই জিএসটি দিয়ে প্লট বুক করছে৷ আরও অভিযোগ, প্লট বুকিংয়ে কাজ করছে দালাল চক্র।

প্রসঙ্গত, ২০২২ সালে ডাকবাংলো মাঠে বিকল্প পৌষমেলায় দূর্নীতির অভিযোগ তুলেছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। তারপরেই পূর্বপল্লীর পৌষমেলার প্লট বুকিংয়ের প্রথম দিনের ব্যপক দূর্নীতির অভিযোগ। যাদিও, এই নিয়ে কোন মন্তব্য করতে চাননি মহকুমা শাসক ও জেলা শাসক।

You might also like!