দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- বলিউডের বিখ্যাত পরিচালক-প্রযোজক করণ জোহার। ২০১৭ সালে ৭ ফেব্রুয়ারি সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের বাবা হয়েছিলেন তিনি। তাঁর দুই যমজ সন্তান যশ ও রুহিকে একা হাতেই মানুষ করছেন তিনি। সমাজমাধ্যমের পাতায় যথেষ্ট জনপ্রিয় যশ-রুহি জুটি। সন্তানদের নানা মজাদার মুহুর্ত কিংবা তাঁর সঙ্গে খুনসুটির ঝলকের ভিডিও নিজেই সমাজমাধ্যমে ভাগ করে নেন করণ। বাচ্ছাদের এক বিন্দুও যে মায়ের অভাব তিনি বুঝতে দিচ্ছেন না, তা সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই বোঝা যায়।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রুহির এক মিষ্টি ভিডিও শেয়ার করেছেন করণ জোহার। তাতে দেখা যাচ্ছে, একটি স্বয়ংক্রিয় যন্ত্রকে গান চালানোর হুকুম করছে একরত্তি। স্বয়ংক্রিয় যন্ত্রটি থেকে গান শুরু হলেও তা মনে ধরাতে আচ্ছা করে বকুনি দিতেও দেখা গেল করণ-কন্যাকে। এই ভিডিও দেখে রুহিকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন অমিতাভ -কন্যা শ্বেতা। শুধু শ্বেতাই নন, এই তালিকায় রয়েছেন আয়ুষ্মান খুরানা, শিল্পা শেঠি, সারা আলি খানের মতো বলি-তারকারা।এই ভিডিও দেখে এক নেটিজেন প্রশ্ন করে বসেন, "আচ্ছা, রুহির মা কে, তা নিয়ে আমি বেশ দোলাচলে। কেউ আমাকে বলবেন যে রুহির মায়ের নাম কী?" এ প্রশ্নটি চোখে পড়ামাত্রই জবাব দিতে বিন্দুমাত্র দেরি করেননি করণ। ওই প্রশ্নকর্তার উদ্দেশ্য সপাটে ভঙ্গিতে জবাব দিয়েছেন- " সত্যি আপনার দোলাচল দেখে আমি যারপরনাই চিন্তিত। তাই আপনার প্রশ্নের জবাবে বলি, আমিই হচ্ছি রুহির মা..."