দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- না, ভিডিও ভাইরাল হয়নি। কারণ, সেটা ভাইরালের যুগ সেটা ছিল না। গল্পটা নব্বই দশকের। নববিবাহিত দম্পতি ভিকি ও বিদ্যা নিজেদের বাসর রাতের ভিডিও করে। কিন্তু সেই ভিডিও যখন চুরি হয়, তখনই গল্প মোড় নেয় অন্যদিকে। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে রাজ শান্ডিল্যর হিন্দি সিনেমা ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও’। মুক্তির পর অল্প বাজেটের ছবিটি ভারতের বক্স অফিসে সাড়া ফেলেছে।
গত শুক্রবার ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও’র সঙ্গে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল আলিয়া ভাট অভিনীত ‘জিগরা’ ছবিটিও। অনেকেই মনে করেছিলেন, আলিয়া অভিনীত ছবিটি হয়তো বক্স অফিসের লড়াইয়ে রাজকুমার রাও ও তৃপ্তি দিমরি অভিনীত ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও’কে পেছনে ফেলে দেবে। কিন্তু কার্যত তা হয়নি। মুক্তির পর গত ৫ দিনে প্রায় ২৫ কোটি রুপি আয় করেছে এই ছবি।রাজ শান্ডিল্য পরিচালিত ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও’তে আছে ভরপুর কমেডি। রাজকুমারের দুর্দান্ত ফর্ম ছবিটিকে দর্শকপ্রিয় করতে ভূমিকা পালন করেছে।
তিনি ও তৃপ্তি ছাড়া এ ছবিতে আছেন বিজয় রাজ, রাকেশ বেদি, টিকু তলসনিয়া ও অর্চনা পূরণ সিংয়ের মতো কৌতুক অভিনেতারাও।
এ ছাড়া দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরেছেন মল্লিকা শেরাওয়াত, তাঁকে নিয়েও দর্শকের আগ্রহ থাকতে পারে। তবে যথারীতি আলোচনার কেন্দ্রে আছেন তৃপ্তি দিমরি। গত বছর ‘অ্যানিমেল’ ছবির ব্যাপক সাফল্যের পর থেকেই আলোচনার কেন্দ্রে এই তরুণ অভিনেত্রী।বেশির ভাগ সমালোচক অবশ্য ছবিটিকে পাত্তা দেননি। অনেকেই এমনও বলেছেন, এ ছবিতে দর্শকের জন্য নতুন কিছু নেই। কেউ কেউ অবশ্য হলিউড ছবি ‘সেক্সটেপ’ থেকে আইডিয়া চুরির অভিযোগও তুলেছেন। তবে যা–ই হোক, সাধারণ দর্শক অবশ্য এসব নিয়ে মাথা ঘামাননি। শুরুটা ধীরগতির হলেও তাই ভালোই ব্যবসা করেছে ছবিটি।