দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- তামান্না ভাটিয়া, বলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা। বর্তমানে 'স্ত্রী ২' ছবির 'আজ কি রাত' গানে তমন্না ভাটিয়ার নাচের চর্চা এখন বিভিন্ন মহলে। সবুজ পোশাকে তমন্নার শরীরী বিভঙ্গে মুগ্ধ হয়েছেন তাঁর অনুরাগীরা। সেই সঙ্গে যুবকদের মনে ঝড় তুলেছেন অভিনেত্রী। সকলের মন জয় করা এই অভিনেত্রীরই মন ভেঙে ছিলেন দুই পুরুষ।
দু'বার সম্পর্ক ভাঙার অভিজ্ঞতা থেকে তামান্না জানিয়েছেন সেই সময়ের বেশ কিছু ভুল থেকে জীবনে বহু বিষয় শিখেছেন তিনি। অভিনেত্রী বলেন, ''অনেকের মধ্যেই সঙ্গীকে নিজের মনের মতো করে গড়ে তোলার প্রয়াস লক্ষ করা যায়। তাঁরা যেমন সঙ্গীর খোঁজ করছেন, ঠিক তেমনটা। খানিকটা সঙ্গীর উপর নিজের আধিপত্য প্রয়োগ করার চেষ্টায় থাকেন তাঁরা। এ রকম কখনওই করা উচিত নয়।''
মিথ্যে কথা বলেন যাঁরা, তাঁদের একেবারেই পছন্দ নয় তামান্নার। অভিনেত্রী বলেন, ''সম্পর্কের ক্ষেত্রে যাঁরা ছোট ছোট ব্যাপারে মিথ্যে কথা বলেন, তাঁদের একেবারেই বিশ্বাস করা উচিত নয়। তাঁরা সত্যি কথা বললেও মনের ভিতর সন্দেহ থেকেই যায়। এতে সম্পর্কে ভাঙন ধরে।''
সম্পর্ক টিকিয়ে রাখতে পুরুষদের ঠিক কী করা উচিত? জবাবে তামান্না বলেন, ''সঙ্গীর কথা মন দিয়ে শুনতে হবে। সঙ্গী আপনার থেকে সাহায্যের প্রত্যাশা করেছেন, এমনটা কিন্তু না-ও হতে পারে। সঙ্গীর কথা শোনার জন্য যে আপনি রয়েছেন, সেটা বোঝানো ভীষণ দরকার। তিনি আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ, আপনার হাবেভাবে তা বোঝাতে হবে।''
তামান্নার প্রথম সম্পর্ক যখন ভাঙে, তখন তিনি অল্পবয়সি ছিলেন। তমান্না বলেন, ''ওই অল্প বয়সে একজনের জন্য জীবনের সব চাওয়া-পাওয়া ছেড়ে দিতে পারিনি। সেই সময়ে জীবনে আরও নতুন সঙ্গীর খোঁজে ছিলাম। দ্বিতীয় বার যখন আমার সম্পর্ক ভাঙে, তখন বুঝেছিলাম, শেষ পর্যন্ত হয়তো সেই মানুষটির প্রভাব আমার জন্য ভাল হবে না।''