Entertainment

8 months ago

Saira Banu:পদ্মবিভূষণ পুরস্কার পাচ্ছেন বৈজয়ন্তীমালা, শুভেচ্ছা জানালেন সায়রা বানু

Saira Banu
Saira Banu

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কেন্দ্রীয় সরকার সম্প্রতি পদ্ম পুরস্কার প্রাপকদের তালিকা প্রকাশ করেছে। প্রখ্যাত নৃত্যশিল্পী-অভিনেতা বৈজয়ন্তীমালাকে ‘পদ্মবিভূষণ পুরস্কার’-এ ভূষিত করা হয়েছে। সামাজিক মাধ্যমে শুভেচ্ছার বন্যা। যাতে সামিল হলেন সায়রা বানুও। বৈজয়ন্তীমালার পুরস্কার পাওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন সায়রা বানু।

বৈজয়ন্তীমালা পদ্মবিভূষণ পুরস্কার ২০২৪-এ ঘোষণার কয়েক ঘণ্টা পরে, সায়রা বানু প্রবীণ অভিনেত্রীকে অভিনন্দন জানিয়েছেন। সায়রা বানু সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় বলেছিলেন বৈজয়ন্তীমালা এই সম্মানের 'সত্যিই প্রাপ্য'। সায়রা বানু বলেন, ‘আমি খুবই খুশি। পুরস্কারটি ওঁর সত্যিই প্রাপ্য। আমি ওঁর চলচ্চিত্র দেখে বড় হয়েছি। এবং ও আমার কাছে 'আক্কা' (বড় বোন)।’

বৈজয়ন্তীমালা হলেন ভারতীয় সিনেমার অন্যতম সেরা অভিনেত্রী। তিনি মাত্র ১৬ বছর বয়সে তামিল চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। তাঁর প্রথম হিন্দি সিনেমা ছিল বাহার। যেটি ১৯৫১ সালে মুক্তি পায়। পরবর্তীতে, বালি ১৯৫০ এবং ১৯৬০-এর দশকে দেবদাস, নয়া দৌড়, আশা, সাধনা, গঙ্গা যমুনা, সঙ্গম এবং জুয়েল থিফ-সহ বেশ কয়েকটি চলচ্চিত্রেও কাজ করেন। মজার বিষয় হল, তিনি ১৯৬৮ সালে পদ্মশ্রী পেয়েছিলেন।

You might also like!