Entertainment

4 months ago

Babli Trailer: বড়পর্দায় আসছে রাজের ‘বাবলি’ প্রকাশ্যে বুদ্ধদেব গুহ-র উপন্যাস অবলম্বনে ‘বাবলি’ ছবি ট্রেলার

Babli Trailer
Babli Trailer

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বুদ্ধদেব গুহ-র লেখা কালজয়ী উপন্যাস অবলম্বনে বড়পর্দায় এবার ‘বাবলি’-কে নিয়ে আসছেন রাজ চক্রবর্তী। এবার প্রকাশ্যে এল ‘বাবলি’-র ট্রেলার।চোখ জোড়ানো সেই ট্রেলারে যেন উপন্যাসের প্রতিটা পাতা জীবন্ত হয়ে উঠেছে দর্শকদের কাছে। মুখ্য ভূমিকায় শুভশ্রী,আবির এবং সৌরসেনী।

উপন্যাসে দময়ন্তী ওরফে বাবলির পরিচয় করাতে গিয়ে লেখক বলেছিলেন, " বেশ একটু মোটার দিকে , মুখ চোখও যে ভীষণ সুন্দর তা নয়, তবে সব মিলিয়ে বেশ মিষ্টি।" বুদ্ধিমতি আত্মসম্মানে ভরপুর ,চঞ্চল মেয়ে বাবলি। মা নেই কাকার সংসারে বড় হয়েছে।

আইকনিক ‘বাবলি’ চরিত্রে শুভশ্রীকে পর্দায় দেখে চমকে উঠতে হয়। আগের সমস্ত চরিত্র থেকে নিজেকে দূরে সরিয়ে, ভেঙে গড়ে এই ছবির জন্য নিজেকে তৈরি করেছেন তিনি। ‘যেন ফিগার সর্বস্ব সুন্দরী ছাড়া পৃথিবীতে আর কিচ্ছু নেই’ । বডি শেমিং-এর বিরুদ্ধে জোরাল বার্তা দিয়েছেন ছবির ‘মোটা-সোটা’ নায়িকা বাবলি। উপন্যাসের নায়ক অভিরূপের চরিত্রে আবির। গোবেচারা স্বভাব, প্রচন্ড মেধাবী এই ছেলের সঙ্গেই প্রেম হয়ে যাবে বাবলির। তাঁদের প্রেম ত্রিকোণ করে তুলবেন ঝুমা। ট্রেলারে মিলল তার আঁচ।

উপন্যাসের কাহিনির মতোই, দৃশ্য সাজিয়েছেন রাজ। সাহিত্যিক অভিরূপের সঙ্গে এক দুঃসাহসিক অভিযানে বেরিয়ে কাছাকাছি আসা, মাঝরাস্তায় গাড়ি খারাপ, কাঠের সেই বাড়ি, একটা রাত্তির, রোমাঞ্চ, প্রেম তারপর? তারপর থার্ড পার্সন সিঙ্গুলার নম্বরের এন্ট্রি। ছোট্ট ট্রেলারে সমস্তটাই দেখিয়েছেন রাজ। ছবি মুক্তির দিন ১৫ অগাস্ট।

You might also like!