Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Entertainment

3 days ago

Dhurandhar: ‘ধুরন্ধর’ বিশ্বজোড়া সাফল্য, ১২০৭ কোটি ছাপিয়ে বক্স অফিসে রেকর্ড

Ranveer Singh and Sara Arjun in a still from the film
Ranveer Singh and Sara Arjun in a still from the film

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: কঠিন সময় পার করছেন বলিউডের ধারাবাহিক ‘ধ্রুবতারা’ রণবীর সিং। কিন্তু এবার তার মন্দা কেরিয়ার থেমে গেছে ‘ধুরন্ধর’-এর জ্বলে ওঠার ধ্বনিতে। মুক্তির প্রথম তিন সপ্তাহে রেকর্ড ভেঙে চলা ছবিটি আন্তর্জাতিক বক্স অফিসে ১২০৭ কোটির মাইলফলক স্পর্শ করেছে। এটি ‘কেজিএফ ২’ সহ অন্যান্য বড় ছবিকে টেক্কা দিয়েছে।

বলিউড সূত্রে জানা গেছে, ‘ধুরন্ধর’ প্রথম সপ্তাহে ২১৮ কোটি এবং দ্বিতীয় সপ্তাহে ২৬১.৫০ কোটি টাকা উপার্জন করেছে। যদিও তৃতীয় সপ্তাহে ব্যবসার গ্রাফ খানিক কমে। তবে আন্তর্জাতিক বক্স অফিসের হিসেবে ভর করে হাজার কোটির ক্লাবে ঢুকে পড়ে‘ধুরন্ধর’। ৩১ দিনে আয়ের অঙ্ক বেড়ে দাঁড়াল ১২০৭ কোটি। যা টেক্কা দিল ‘কেজিএফ ২’কে। ওই ছবিটির বক্স অফিসে ১২০০ কোটি গণ্ডি ছুঁয়েছিল। এর আগে পঁচিশের বক্স অফিসে সাড়া ফেলে দেওয়া ভিকি কৌশলের ‘ছাবা’ এবং ‘সাইয়ারা’র রেকর্ডকেও দুরমুশ করে দিয়েছিল ‘ধুরন্ধর’। মোট আয়ের নিরিখে বলিউডের প্রথম ৫ ছবির তালিকায় জায়গা দখল ‘ধুরন্ধর’-এর। এই তালিকার একেবারে শীর্ষে ২০৭০ কোটির ‘দঙ্গল’, দ্বিতীয় স্থানে ‘বাহুবলী ২’। আয় করেছিল ১৭৮৮ কোটি। তৃতীয় স্থানে রয়েছে ১৭৪২ কোটির ‘পুষ্পা ২’। চতুর্থ স্থানে ১২৩০ কোটির ‘আরআরআর’। আর ঠিক তারপরেই রণবীরের ‘ধুরন্ধর’। 

বলা যায়, মোট আয়ের দিক থেকে বলিউডের শীর্ষ পাঁচ ছবির মধ্যে এখন ‘ধুরন্ধর’ অষ্টম মাইলফলক স্পর্শ করেছে। শীর্ষে রয়েছে ২০৭০ কোটির ‘দঙ্গল’, এরপর ১৭৮৮ কোটির ‘বাহুবলী ২’, ১৭৪২ কোটির ‘পুষ্পা ২’, ১২৩০ কোটির ‘আরআরআর’, এবং ঠিক তারপরেই ‘ধুরন্ধর’ অবস্থান করছে। বিশেষভাবে লক্ষ্যণীয়, দক্ষিণী সিনেমার রমরমা বাজারে বলিউডের এই সাফল্য নিঃসন্দেহে নতুন মাইলফলক। দীর্ঘদিন ধরে রণবীরের সিনেমাগুলির বক্স অফিসে যেই ধকল ছিল, ‘ধুরন্ধর’ সেই মন্দাকে কাঁপিয়ে দিয়েছে। আইনি জটিলতা ও বিতর্কের মধ্য দিয়ে ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছিল ছবিটি, এবং এখন এটি বক্স অফিসে সুনামি সৃষ্টি করেছে। সিনেমা বিশেষজ্ঞ ও অনুরাগীরা আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন, আগামী দিনে ‘ধুরন্ধর’-এর বিজয়রথ কতদূর এগোবে। বলা বাহুল্য, রণবীরের জন্য এটি নিঃসন্দেহে এক তুরুপের তাস, যা তার কেরিয়ারের মোড় ঘোরাতে সক্ষম হয়েছে।


You might also like!