Entertainment

2 months ago

Radhika Apte: বিয়ের ১২ বছর পর মা হলেন রাধিকা আপ্তে, হইচই নেটজুড়ে!

Radhika Apte
Radhika Apte

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- বলিউডেই সীমাবদ্ধ নেই তিনি। বলি গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক ময়দানেও রীতিমতো জনপ্রিয় হয়ে উঠেছেন রাধিকা আপ্তে। একের পর এক ছবিতে অভিনয় করে রীতিমতো দর্শকদের মন জয় করে নিয়েছেন রাধিকা।

অভিনয়টা চুটিয়ে করেন তিনি। ২০১২ সালে ব্রিটেনের জনপ্রিয় সঙ্গীত পরিচালক বেনেডিক্ট টেলরকে বিয়ে করেন রাধিকা। কখনই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলেননি। বিয়ের ১২ বছর পর অন্তঃসত্ত্বা অবস্থায় লন্ডন ফিল্ম ফেস্টিভালে হাজির হয়ে রাধিকা।কালো পোশাকে স্পষ্ট বেবিবাম্পে মন কাড়লেন অভিনেত্রী।

You might also like!