Entertainment

1 month ago

'Maidan' movie:‘ময়দান’ সাড়া ফেলেছে যে কারণে

'Maidan'
'Maidan'

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ১৯৫০-৬০-এর কলকাতাকে পর্দায় তুলে ধরা সহজ নয়। এর আগে কাজটি ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী’ সিনেমায় কাজটা দারুণভাবে করতে পেরেছিলেন দিবাকর ব্যানার্জি। এবার সেটা করেছেন অমিত। একই সঙ্গে ‘ময়দান’-এর চিত্রগ্রাহক, শিল্পনির্দেশকও বিশেষ প্রশংসা পাবেন।

ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগন। কোচ সৈয়দ আবদুল রহিমের চরিত্রে ক্যারিয়ারের অন্যতম সেরা অভিনয় করেছেন তিনি। তাঁর স্ত্রীর চরিত্রে প্রিয়া মণি, কলকাতার সাংবাদিকের চরিত্রে গজরাজ রাও ও ফুটবল সংগঠকের চরিত্রে রুদ্রনীল ঘোষও দারুণ অভিনয় করেছেন। ‘ময়দান’-এর বেশির ভাগ শুটিং হয়েছে কলকাতায়। ছবিটি আরও দুই বছর আগে মুক্তির কথা ছিল। কিন্তু নানা কারণে বারবার পিছিয়েছে। তবে শেষ পর্যন্ত মুক্তির পর দর্শকের অপেক্ষা সার্থক হয়েছে।নির্মাতা অমিত রবীন্দ্রনাথ শর্মার আগের সিনেমা ছিল ‘বাধাই হো’। সেই সিনেমাটি দর্শক-সমালোচকের প্রশংসা কুড়িয়েছিল। কমেডি ঘরানার ছবি থেকে বেরিয়ে এসে সম্পূর্ণ ভিন্ন ধারার ছবি বানিয়ে নিজের কাজের বৈচিত্র্যের প্রমাণ দিলেন নির্মাতা।


You might also like!