Breaking News
 
Saltlake Chaos: জীবন্ত পুড়ে মৃত্যু ডেলিভারি বয়ের, সল্টলেকে পুলিশ-জনতা সংঘর্ষে গ্রেপ্তার ৫! Gandhi vs Savarkar: স্বাধীনতা দিবসের পোস্টারে সাভারকরকে নিয়ে বিতর্ক, মোদি সরকারকে আক্রমণ বিরোধীদের! Roopa Gaguly: ‘আজ মা চলে গেলেন বাবার সঙ্গে দেখা করতে…’—মাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়! JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী!

 

Entertainment

1 year ago

Raima Sen : 'মা কালী' রাইমা, এবার লাগাতার হুমকি ফোন অভিনেত্রীকে, চিন্তায় সুচিত্রা সেনের নাতনি

Raima Sen
Raima Sen

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃটলিউড থেকে বলিউড তারকাদের সোশ্যাল মিডিয়াতে ট্রোল করা বা কুরুচিকর মন্তব্য করা নতুন কিছু নয়। কিন্তু এবার এক নতুন ঘটনার সাক্ষী হলেন টলিউড অভিনেত্রী রাইমা সেন। হিন্দি ছবি ‘মা কালী’র মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি। সবেমাত্র মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবির পোস্টার ও ট্রেলার। এরই মধ্যে একের পর এক হুমকি ফোন পেয়েছেন তিনি। তাও আবার তাঁর বাড়ির ল্যান্ড লাইনে। 

রাইমার আগামী ছবিটির প্রেক্ষাপট ১৯৪৬ সালের ১৬ আগস্টের সাম্প্রদায়িক প্রতিহিংসা। তাঁর পরিবারের সদস্যদের দাবি, এই ছবির বিতর্কিত বিষয় নিয়ে রীতিমত আপত্তি উঠে আসছে। ছবিতে দেখানো হবে দেশ বিভাজন, সেই সময়ের লাখ লাখ ছিন্নমূল পরিবার, যারা নিজেদের বাড়ি ছেড়েছে, অত্যাচারিত হয়েছে। আর সেই অত্যাচারে সর্বহারা ঘোষ পরিবার। সেই ঘটনার গল্প ‘মা কালী’তে। 

ফোন কলারদের বক্তব্য অনুযায়ী, ভোটের ঠিক আগে প্রোপাগান্ডা ছবি! সুচিত্রা সেনের নাতনি হয়েও কেন রাজি হলেন? অভিনেত্রীকে বলেন আপনাকে তো কলকাতাতেই থাকতে হবে! তাদের মূল বক্তব্য, এই ছবিতে দেখানো হয়েছে কলকাতার ছিন্নমূল একাধিক পরিবারের উপর ঘটে যাওয়া অত্যাচারের ঘটনা। তারই সঙ্গে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিএএ সঙ্গেও মিল আছে বলে অভিযোগ। 

যদিও অভিনেত্রী এখন মুম্বইতে, কিন্তু তাঁর কলকাতার বাড়িতে একা থাকেন তাঁর মা-বাবা। রীতিমধ্যে তাঁর পরিবার এখন দুশ্চিন্তায় রয়েছেন।  রাইমা সেন বললেন, সিনেমা না দেখে কখনওই বিচার করা উচিত নয়। একজন অভিনেত্রী হিসেবে যে কোনও চরিত্রে অভিনয় করাটাই স্বাভাবিক। তিনি এখনই কোনও আইনি পদক্ষেপ নেবেন না বলে জানিয়েছেন। তিনি এখন সিনেমাটির টিজার ও ট্রেলারের মুক্তির জন্য অপেক্ষায় রয়েছেন। তিনি জানান এরপর যদি আর এই ধরনের কল আসে তাহলে তিনি পুলিশে অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন।


You might also like!