kolkata

2 months ago

Tathagata Roy: “এত ভয়!“বাংলাদেশে জাতীয় শোক দিবস পালনে বাধায় কটাক্ষ তথাগতের

Tathagata Roy
Tathagata Roy

 

কলকাতা, ১৬ আগস্ট: বাংলাদেশে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনে যেভাবে বাধা দেওয়া হয়েছে, তার কড়া প্রতিবাদ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। শনিবার তিনি এক্সবার্তায় লিখেছেন, “শোক দিবসটি মানুষকে পালন করতে বাধা দিয়েছে বিএনপির লোকেরা। এক রিক্সাওয়ালা ফুল নিয়ে এসেছিল ৩২ নম্বরে, তাকে পিটিয়েছে তারা, ফুল দিতে দেয়নি। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবরেও ফুল দিতে যারা এসেছিল, চরম হেনস্থার শিকার হয়েছে। শুনেছি তারেক জিয়া নাকি এমনই আদেশ দিয়েছে তার নেতাকর্মীদের। এত ভয়! মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে দিতে চেয়েছ, স্বাধীনতার জাদুঘর ভেঙ্গেছ, বঙ্গবন্ধুর ভাস্কর্য গুঁড়ো করেছে, বীরশ্রেষ্ঠ-বীরউত্তমদের মূর্তি নিশ্চিহ্ন করেছ, মুক্তিযোদ্ধাদের স্মৃতি উড়িয়ে দিয়েছ, জাতীয় পতাকা বদলাতে চেয়েছ, জাতীয় সঙ্গীত বাজাতে দাও না, জয় বাংলা উচ্চারণ করলে গুলি করে মেরেছ, এখন মুক্তিযুদ্ধের নেতা শেখ মুজিবের মৃত্যুদিবসে শোক করতে দেবে না। তারেক জিয়া এবং তার গুণ্ডাবাহিনী কার ভোটে জিততে চায়? রাজাকারদের ভোটে? দেশদ্রোহীদের ভোটে? সাধারণ জনগণ ক্ষুব্ধ। যারা আওয়ামী লীগের লোক নয়, তারাও ক্ষুব্ধ। কারণ কারও মৃত্যুতে শোক করার অধিকার সবারই থাকুক, যে কোনও মানুষই চায়। শুধু রাজনীতিক নামক অমানুষরাই চায় না।”


You might also like!