Entertainment

15 hours ago

Giorgio Armani's Death: বার্ধক্যজনিত অসুস্থতায় প্রয়াত ‘কিং জর্জিও’,শোকস্তব্ধ ফ্যাশন দুনিয়া!

Giorgio Armani
Giorgio Armani

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ফ্যাশন দুনিয়ায় শোকের আবহ। কিংবদন্তি ইতালীয় ডিজাইনার, বিশ্বখ্যাত আর্মানি ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা জর্জিও আর্মানি প্রয়াত হয়েছেন। বয়স হয়েছিল ৯১ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। শুক্রবার গভীর রাতে আর্মানি গ্রুপের পক্ষ থেকে একটি বিবৃতির মাধ্যমে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। সংবাদ প্রকাশের সঙ্গে সঙ্গেই ফ্যাশন জগতে নেমে এসেছে শোকের ছায়া। 

‘King Giorgio’— ফ্যাশন দুনিয়া তাঁকে এই নামেই চিনত। আর্মানির পোশাক মানেই ছিল নিখুঁত কাপড়, পরিশীলিত ডিজাইন এবং নিখাদ ফিটিংস। শুধু পোশাক নয়, তাঁর হাত ধরে তৈরি হয়েছিল এক অনন্য ফ্যাশন সাম্রাজ্য। বিশ্ব ফ্যাশনের মঞ্চে আর্মানি নামক এক ব্র্যান্ডকে কিংবদন্তির আসনে পৌঁছে দিয়েছিলেন তিনি। হলিউড থেকে শুরু করে ইউরোপীয় রাজপরিবার, ব্যবসায়ী থেকে সাধারণ ক্রেতা— সবার কাছেই আর্মানি হয়ে উঠেছিল স্টাইলের আরেক নাম। 

কিন্তু এই সাফল্যের গল্প সহজ ছিল না। ইতালির এক সাধারণ পরিবারে জন্ম নিয়েছিলেন আর্মানি। জীবনের প্রথমদিকে সেনাবাহিনীতে কাজ করেছেন। তবে ভাগ্যে লেখা ছিল অন্যকিছু। সামরিক জীবন ছেড়ে এসে প্রথমে একটি দোকানে ম্যানিকুইন সাজানোর কাজ শুরু করেন তিনি। ধীরে ধীরে কাপড়ের গুণমান, নকশার সূক্ষ্মতা এবং ফ্যাশনের খুঁটিনাটি শিখে নেন নিজের অভিজ্ঞতা থেকে। সেই সংগ্রামী পথচলাই তাঁকে এনে দেয় নতুন পরিচয়। 

সত্তরের দশকে প্রতিষ্ঠিত হয় তাঁর স্বপ্নের সংস্থা— আর্মানি গ্রুপ। খুব অল্প সময়ের মধ্যেই তা হয়ে ওঠে বিশ্বের অন্যতম সেরা ফ্যাশন ব্র্যান্ড। বর্তমানে বছরে প্রায় ২.৩ বিলিয়ন ইউরোর ব্যবসা করে আর্মানি। বলা যায়, জর্জিও আর্মানি ফ্যাশনকে সাধারণ মঞ্চ থেকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে এনেছিলেন। বিশেষত পুরুষদের পোশাকে তিনি আনেন অভিনব স্টাইল, যা তৎকালীন ফ্যাশন দুনিয়ায় বিপ্লব ঘটিয়েছিল। 

প্যারিস যেখানে বিশ্ব ফ্যাশনের রাজধানী হিসেবে বিবেচিত, সেখানে মিলানকেও একই উচ্চতায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আর্মানি। তাঁর হাত ধরেই মিলান ফ্যাশন উইক আজ বিশ্বমানচিত্রে এত বড় স্থান পেয়েছে। ‘Made in Italy’ ট্যাগটিকে তিনি বিশ্ববাজারে স্বীকৃতি দিয়েছিলেন। আর্মানির সাফল্য শুধু অর্থ বা খ্যাতিতেই সীমাবদ্ধ নয়। তিনি নিজেকে ফ্যাশনের এক প্রেরণার প্রতীক হিসেবে গড়ে তুলেছিলেন। তাঁর নকশায় ফুটে উঠত একাধারে পরিশীলন ও সরলতা, আবার থাকত আধুনিকতার ছোঁয়া। আর্মানি পোশাক হয়ে উঠেছিল এলিগেন্স ও গ্ল্যামারের নিখুঁত সংমিশ্রণ। 

আর্মানি গ্রুপের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, "অত্যন্ত দুঃখের সঙ্গে আর্মানি গ্রুপ তাদের প্রতিষ্ঠাতা এবং চালিকাশক্তি জর্জিও আর্মানি প্রয়াণের খবর ঘোষণা করছে।" সংস্থাটি আরও জানিয়েছে যে, মিলানে ৬ ও ৭ সেপ্টেম্বর জনসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য আর্মানির মরদেহ রাখা হবে। ইতিমধ্যেই বিশ্ব ফ্যাশন দুনিয়া থেকে শুরু করে সাধারণ অনুরাগীদের তরফে শ্রদ্ধাজ্ঞাপন শুরু হয়েছে। টুইটার ও ইনস্টাগ্রামে ভক্তদের ঢল নেমেছে তাঁর স্মৃতিচারণে।

জর্জিও আর্মানি শুধু একজন ফ্যাশন ডিজাইনার ছিলেন না, ছিলেন এক যুগান্তকারী শিল্পী, যিনি প্রমাণ করেছিলেন পোশাক শুধু শরীর ঢাকার মাধ্যম নয়, বরং এক শিল্প, এক ভাষা। তাঁর প্রয়াণে বিশ্ব ফ্যাশন দুনিয়ায় যে শূন্যতার সৃষ্টি হল, তা সহজে পূরণ হওয়ার নয়।

You might also like!