Entertainment

8 months ago

India At Grammys 2024:"ভারত, আমরা তোমাকে নিয়ে গর্বিত" : গ্র্যামি জয়ে প্রতিক্রিয়া শঙ্কর মহাদেবনের

India At Grammys 2024
India At Grammys 2024

 

লস এঞ্জেলেস, ৫ ফেব্রুয়ারি : গ্র্যামির মঞ্চে ভারতের চার সঙ্গীতশিল্পীর মাথায় উঠল জয়ের শিরোপা। আন্তর্জাতিক ক্ষেত্রে ‘বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম’ হিসাবে পুরস্কৃত হল ভারতীয় ব্যান্ড ‘শক্তি’র গানের অ্যালবাম ‘দিস মোমেন্ট’। এই ব্যান্ডের সঙ্গেই জড়িয়ে রয়েছে ভারতের চার সঙ্গীতশিল্পীর নাম। শঙ্কর মহাদেবন থেকে উস্তাদ জাকির হুসেন এই ব্যান্ডের সদস্য। ‘শক্তি’ ব্যান্ডের কণ্ঠশিল্পী হলেন শঙ্কর মহাদেবন। তবলা বাদক হিসাবে রয়েছেন জাকির হুসেন। বেহালায় গণেশ রাজাগোপালন। এবং অন্য তালবাদ্যে ভি সেলভাগণেশ। ২০২৩ সালের ৩০ জুন ‘দিস মোমেন্ট’ অ্যালবামটি মুক্তি পায়। মোট আটটি গান রয়েছে এই অ্যালবামে।

গ্র্যামি জয়ের প্রতিক্রিয়ায় শঙ্কর মহাদেবন আনন্দের সঙ্গে বলেছেন, "ভগবানকে অশেষ ধন্যবাদ। আমার সহকারী সঙ্গীতশিল্পী পরিবার, বন্ধুবান্ধব সকলকে ধন্যবাদ। "ভারত, আমরা তোমাকে নিয়ে গর্বিত"। ৪ ফেব্রুয়ারি লস এঞ্জেলেসে অনুষ্ঠিত হয় ৬৬-তম গ্র্যামি অ্যাওয়ার্ডস। ‘শক্তি’ ব্যান্ডের সদস্য হিসাবে বিজয়ী হওয়ার পাশাপাশি গ্র্যামির মঞ্চে দ্বিতীয় বার পুরস্কৃত হলেন উস্তাদ জাকির হুসেন। জাকিরের সৃষ্টি ‘পাশতো’ গ্র্যামির মঞ্চে পুরস্কার পায়। ‘বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স’ বিভাগে পুরস্কার পায় ‘পাশতো’। জাকিরের সঙ্গে বিজয়ী হয়েছেন ভারতীয় বংশীবাদক রাকেশ চৌরাসিয়া। এখনও পর্যন্ত তিনটি গ্র্যামি জিতেছেন জাকির। রাকেশের সাফল্যের মুকুটেও জ্বলজ্বল করছে দু’টি গ্র্যামি পুরস্কার।


You might also like!