দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- অবশেষে অপেক্ষার অবসান। দুই
থেকে তিন হলেন দীপিকা-রণবীর। ২৯ ফেব্রুয়ারি ইনস্টাগ্রামে ভক্তদের খুশির খবর দিয়েছিলেন
তারকা-দম্পতি।
গতকাল গণেশ চতুর্থীতে মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো
দিতে গিয়েছিলেন এই দম্পতি। সবুজ মীনাকাজের বেনারসিতে সেজে ছিলেন দীপিকা, পাশেই সাদা
খান-স্যুটে, দীপিকার হাত মুঠোয় ধরে ছিলেন রণবীর। প্রেগন্যান্সির শেষ ত্রৈমাসিকে ছিলেন
অভিনেত্রী।তাই ছিলেন খুব সাবধানী। ধীরে ধীরে পা ফেলছিলেন। মন্দিরে যাওয়ার রাস্তায় হাতজোড়
করে প্রণাম করলেন হাজির সাধারণ মানুষজনদের। বোঝাই যাচ্ছে, এখন আর সাজগোজের ‘এনার্জি
নেই, গলা-হাত খালি, শুধু কানে দুল পরেছেন, চুল চুড়ো করে বাঁধা, মেক-আপের বাহুল্য-ও
নেই। রণবীর ডন ৩-র কাজ ফেলে আপাতত মুম্বইতে, স্ত্রীর কাছে,
স্ত্রীকে যত্নে আগলে রাখছেন।
শোনা যাচ্ছিল, আগামী ২৮ সেপ্টেম্বর ভূমিষ্ঠ হতে পারে দীপিকার
প্রথম সন্তান। কাল্ক্রমে ওই দিন দীপিকার প্রাক্তন প্রেমিক রণবীর কাপুরের-ও জন্মদিন।
তবে আচমকায় আজ সকালে দক্ষিণ মুম্বইয়ের এক হাসপাতালে দেখা যায় রণবীর-দীপিকাকে। এরপরই
সামনে আসে সন্তান জন্মের খবর। রবিবার দীপিকার কোল আলো করে জন্ম নেয় এক কন্যা সন্তান।
তবে সমাজমাধ্যমে সন্তানের জন্মের খবর এখনও নিজেরা প্রকাশ করেননি তারকা দম্পতি।
কিছু দিন আগেই মাতৃত্বকালীন ফোটোশুটে ধরা দেন দীপিকা। অভিনেত্রীর
স্ফীতোদর প্রকাশ পায় সেই সব ছবিতে। লোকসভা নির্বাচনে ভোটদান পর্বের সময়ে জনসমক্ষে বেরিয়েছিলেন
দীপিকা। সেই সময়ে নিন্দকেরা প্রশ্ন তোলেন, এই স্ফীতোদর কি আদৌ আসল? তাঁদের দাবি ছিল,
অভিনেত্রীর এই স্ফীতোদর নকল। সেই দাবির স্পষ্ট জবাব দিয়েছিলেন অভিনেত্রী।