Entertainment

8 months ago

Joy Goswami: বইমেলার প্রাক্কালে দুঃসংবাদ! প্রকাশিত হবে না জয় গোস্বামীর কবিতা

Joy Goswami (File Picture)
Joy Goswami (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কবির কর্মজীবনের কেটে গিয়েছে ৫০ বছর। এর পরই তিনি জানিয়ে দিলেন তিনি আর কবিতা প্রকাশ করবেন না।  সম্প্রতি এমন সিদ্ধান্তের কথাই জানিয়েছেন জয় গোস্বামী। তাঁর এমন ঘোষণার ফলে যে বাংলা কবিতা তথা সাহিত্য জগতে এক অনন্য নজির সৃষ্টি হল যে সেটা বলাই বাহুল্য। তবে এই পথে একা জয় গোস্বামী হাঁটেননি। এর আগেও কবি সমর সেন মাত্র ১২ বছর কবিতা লেখার পর বন্ধ করে দেন লেখা। এই বিষয়ে উল্লেখযোগ্য কবি তন্ময় দত্তের নামও। কিন্তু তাঁরা কেউই ঘোষণা করে কবিতা লেখা বন্ধ করেননি যা জয় গোস্বামী করলেন।

২০২৩ সালের বড়দিনের সময় একটি পুস্তিকা প্রকাশ করেছেন জয় গোস্বামী। সেখানেই তিনি তাঁর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। প্রসঙ্গত তাঁর এই বইটির কোনও দামও রাখা হয়নি। অর্থাৎ বিনামূল্যে কেনা যাবে এই বইটি। সোশ্যাল মিডিয়ায় এই বইয়ের প্রকাশক অভিরূপ মুখোপাধ্যায় তেমনটাই জানিয়েছেন। তাঁর কথা অনুযায়ী মাত্র কয়েকটি দোকানেই পাওয়া যাবে বইটি।

জয় গোস্বামী তাঁর এই সদ্য প্রকাশিত পুস্তিকায় লিখেছেন যে তাঁর লেখার যে মূল দীপ্তি সেটা থেকে একটা সময় তিনি সরে এসেছিলেন একপ্রকার বাধ্য হয়ে। তিনি জানিয়েছেন বিষ্ণু দে, শক্তি চট্টোপাধ্যায় বা অমিয় চক্রবর্তীদের মতো কবিদের তুলনায় তাঁর ক্ষমতা সীমিত। তিনি নিজেই নিজের লেখার মধ্যে জানিয়েছেন আমাদের সকলের মধ্যেই লুকিয়ে আছে হিটলার যে সমস্ত কিছু প্রাপ্তির পরেও অন্যের সর্বস্ব দাবি করে। তাই কবির প্রশ্ন এখন সবটা পাওয়ার পর তিনি সাহিত্য জগতের থেকে আর কতটা বা কী চাইতে পারেন, বা চাইলেও সেটা কতটা সঙ্গত হবে?

তবে তিনি যে কেবল কবিতা প্রকাশ বন্ধ করে দিচ্ছেন সেটাই নয় তিনি জানিয়েছেন যে আর কেউ যেন তাঁর নাম আর কোনও পুরস্কারের জন্য বিবেচনা না করেন। ইতিমধ্যেই কবি বঙ্গভূষণ, বঙ্গবিভূষণ, সাম্মানিক ডি লিট, ইত্যাদি পেয়েছেন।

You might also like!