Entertainment

3 months ago

Virat-Anushka:ভামিকা-অকায়ের জন্য রান্না করতে চিটিং করেন অনুস্কা! সাংসারিক কথা ফাঁস করলেন বিরাট পত্নী

Virat-Anushka (Symbolic Picture)
Virat-Anushka (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- একজন বলিউডের বিখ্যাত অভিনেত্রী অনুস্কা শর্মা আর অন্যজন ক্রিকেট খেলোয়াড় বিরাট কোহলি, বিয়ের পর জমিয়ে সংসার করছেন এই দম্পতি। বিরাট- অনুস্কার এখন ভরা সংসার। মেয়ে ভামিকা এবং ছেলে অকায়কে নিয়ে সুখে সংসার করছেন তাঁরা। শুধু তাই নয়, ভামিকা-অকায়ের জন্য নিজের হাতে রান্না করেন অনুস্কা শর্মা।

সম্প্রতি লন্ডন থেকে মুম্বই পৌঁছান অনুষ্কা, আর সেই দিনেই এক ইভেন্টে সংসার জীবনের কথা তুলে ধরলেন অভিনেত্রী। অভিনেত্রী জানান, ছেলেমেয়েদের দেখভালের দায়িত্ব একান্তভাবেই স্বামী-স্ত্রী দুজনে পালন করেন। অনুষ্কা জানান, তিনি এবং বিরাট মিলে ভামিকা ও অকায়ের খাবার প্রস্তুত করেন। অনুষ্কা বলেন, 'আমাদের এটা নিয়ে ঘরে আলোচনা হয়েছে। আমাদের মায়েরা আমাদের ছেলেবেলায় যে রান্নাগুলো করে খাইয়েছে, সেটা যদি আমরা আমাদের সন্তানদের না খাওয়াই, তাহলে পরিবারের ঐতিহ্যটা বজায় থাকবে না। তাই কখনও আমি রান্না করি, কখনও আমার স্বামী করে। আমরা চেষ্টা করি, মায়েরা ঠিক যেভাবে ওই পদগুলো বানাত ঠিক তেমনভাবেই রান্নাটা করার।' হালকা ছলে নায়িকা বলেন, 'আমি মাঝেমধ্যে একটু চিটিং করি, ফোন করে মায়ের থেকে রেসিপিটা আরেকবার জেনেনি। এটা নিজের সন্তানের জন্য করাটা খুব জরুরি'।

You might also like!