১.নিজের দলের নেতাদের চিনতেই পারলেন না শোভনদেব
নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির হাতে ধরা পড়েছে হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার জালে আরেক তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্য়ায়ও। কিন্তু, এঁদের কাউকেই নাকি চেনেন না তৃণমূলের বর্ষীয়ান বিধায়ক শোভনদেব চট্টোপাধ্য়ায়। এদিন শোভনদেব বলেন, "এরা কারা? এদের নামই শুনিনি। কে শান্তনু? কে কুন্তল?" এদিন শোভনদেব বলেন, "সৎ পথে এত তাড়াতাড়ি এত সম্পত্তি রোজগার করা যায় না৷ পুলিশ তদন্ত করছে। দোষী প্রমাণিত হলে চরম শাস্তি হওয়া দরকার বলে মনে করি৷"
২.নীল-সাদা স্কুলের পোশাকে তীব্র আপত্তি!
নীল সাদা স্কুলের পোশাকে আপত্তি। শিলিগুড়িতে প্রতিবাদে স্কুল পড়ুয়া থেকে অভিভাবক। নীল-সাদা পোশাক পরেই পড়ুয়াদের আসতে হবে স্কুলে। সরকারি এই নির্দেশিকার বিরুদ্ধে প্রতিবাদে শামিল হল শিলিগুড়ি গার্লস প্রাইমারি স্কুলের অভিভাবক ঐক্য মঞ্চ। পড়ুয়াদের নিয়ে মিছিল করে এদিন পুরসভা অভিযান করেন তাঁরা। বাঘাযতীন পার্ক থেকে শুরু হয় মিছিল। তারপরে সোজা পুরসভা। যদিও পুরসভার গেটেই আন্দোলনকারীদের আটকে দেয় পুলিশ। কিন্তু, তার পরেও মেন গেটের সামনে চলে শ্লোগান, বিক্ষোভ। অভিভাবক ঐক্য মঞ্চের দাবি, গত বছর আন্দোলন করার সুবাদে পুরনো পোশাকই অটুট ছিল।
৩.গ্রুপ সি নিয়োগে অকল্পনীয় দুর্নীতি!।
চাকরি পেয়েছিলেন মোট ৩৪৭৮ জন৷ তাদের মধ্যে ৩০৩০ জনেরই প্রাপ্ত নম্বরে কারচুপি করা হয়েছে৷ কলকাতা হাইকোর্টের নির্দেশে গ্রুপ সি চাকরি প্রাপকদের তালিকা প্রকাশ করে এই দুর্নীতির কথা স্বীকার করে নিয়েছিল এসএসসি৷ কলকাতা হাইকোর্টের নির্দেশে আগেই বিভিন্ন স্কুলে চাকরি পাওয়া গ্রুপ সি-র ৮৪২ জনের চাকরি গিয়েছিল৷ এবার সেই হাইকোর্টের নির্দেশেই গ্রুপ সি-র চাকরি প্রাপকদের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন৷ আর সেই তালিকাতেই স্পষ্ট হয়ে গেল, গ্রুপ সি-র নিয়োগ প্রক্রিয়া কী ধরনের কল্পনাতীত দুর্নীতি হয়েছে৷
.৪.মুকুল ইস্যুতে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু।
মুকুল রায় মামলায় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আবেদন আগেই খারিজ হয়েছিল সুপ্রিম কোর্টে। বিরোধী দলনেতাকে শীর্ষ আদালতের পরামর্শ ছিল, প্রয়োজনে তিনি কলকাতা হাইকোর্টে আবেদন করতে পারেন। তবে তা করতে হবে এক মাসের মধ্যেই। সুপ্রিম কোর্টের পরামর্শ মেনেই সোমবার কলকাতা হাইকোর্টে নতুন করে মামলা করেন বিরোধী দলনেতা। মুকুল ইস্যুতে দলত্যাগ বিরোধী আইনে স্পিকারের নির্দেশকে চ্যালেঞ্জ করেই এই মামলা। মুকুলের বিধায়ক পদ খারিজের দাবি করেছিলেন বিরোধী দলনেতা। শুভেন্দুর আবেদন খারিজ করে স্পিকার নির্দেশ দেন, মুকুল বিজেপি-তেই আছেন। তাই তাঁর বিধায়ক পদ খারিজ করা হচ্ছে না। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই এই মামলা।
.৫.রিসর্টে ঢুকে পর্যটকদের ছুরি-তলোয়ারের আঘাত।
নিরাপত্তা নিয়ে কোনও উদ্বেগ ছাড়া সমুদ্র সৈকত উপভোগ করার দুর্দান্ত সুযোগ, গোয়াকে এভাবেই চেনেন পর্যটকরা। পর্যটকদের এই স্বর্গরাজ্যে ছুরি-তলোয়ার নিয়ে হামলা চালাচ্ছে স্থানীয় গুন্ডারা, এমনটা অভাবনীয়। কিন্তু, ঠিক এমনই ভয়াবহ অভিজ্ঞতার শিকার হয়েছেন দিল্লি থেকে গোয়া বেড়াতে আসা এক পরিবার। অভিযোগ, রবিবার বিকেলে সদ্য ছাঁটাই হওয়া এক হোটেলকর্মী এবং তার পরিচিত স্থানীয় গুন্ডারা রিসর্টে হানা দেয়। ওই পরিবারের সদস্যদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ঘটনার বেশ কিছু ছবি ও ভিডিয়ো ভাইরাল হয়েছে। আক্রান্ত পরিবারের আরও অভিযোগ, স্থানীয় পুলিশও ওই গুন্ডাদের রক্ষা করার চেষ্টা করেছে।
.৬.পাকিস্তানে জরুরি অবতরণ করেও বাঁচানো গেল না বিদেশি যাত্রীকে।
মাঝ আকাশে অসুস্থ যাত্রী, পাকিস্তানে জরুরি ভিত্তিতে অবতরণ করানো হল ইন্ডিগোর বিমান। সোমবার সকালেই পাকিস্তানের করাচি বিমানবন্দরে ইমার্জেন্সি ল্যান্ডিং করানো হয় দিল্লি থেকে দোহাগামী ইন্ডিগোর বিমানকে। যে যাত্রী অসুস্থ হয়ে পড়েছিলেন, তাঁর মৃত্যু হয়েছে বলেই জানা গিয়েছে। জানা গিয়েছে, রবিবার রাত ১০টা ১৭ মিনিটে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দোহার উদ্দেশে রওনা দেয়। কিন্তু মাঝ আকাশে এক যাত্রী অসুস্থ হয়ে পড়েন। সেই সময়ে পাকিস্তানের আকাশসীমার উপর দিয়ে যাচ্ছিল বিমানটি। সঙ্গে সঙ্গে করাচির এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করা হয় এবং করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় বিমানটির।
.৭. ৪৭ জন যাত্রী নিয়েই ডুবল নৌকো, মৃত ২২
পূর্ব আফ্রিকার মাদাগাস্কারে ৪৭ জন যাত্রী নিয়ে ডুবল নৌকো। এই ভরাডুবিতে অন্ততপক্ষে ২২ জন পরিযায়ীর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। মাদাগাসকার বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্রান্সের মায়োট দ্বীপের উদ্দেশে যাত্রা শুরু করেছিল নৌকোটি। তবে গন্থব্যস্থলে পৌঁছনোর আগেই শনিবার ডুবে যায়। এখনও পর্যন্ত ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এই দুর্ঘটনার কথা জানিয়ে, বিবৃতি পেশ করেছে মেরিটাইম ও রিভার পোর্ট এজেন্সি বিবৃতিতে জানিয়েছে, আফ্রিকার মাদাগাসকারের উত্তরে আনকাজ়োমবোরোনার সমুদ্রে ডুবে যায় ওই নৌকো। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রাপথে একটি দুর্ঘটনার সম্মুখীন হয় নৌকোটি। তারপরই এই ভরাডুবির ঘটনা ঘটে। দুর্ঘটনার মুহূর্তে ৪৭ জন সেই নৌকোয় উপস্থিত ছিলেন।
৮. চুরি গেল ব্যাগ
ইংল্য়ান্ড টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকসের ব্যাগ খোয়া গেল নিজের দেশেই। যার জেরে রেগে আগুন ইংল্য়ান্ডের এই অলরাউন্ডার। সম্প্রতি নিউজিল্যান্ড সফর সেরে দেশে ফিরেছে ইংল্যান্ড টেস্ট দল। মাউন্ট মঙ্গানুইতে প্রথম টেস্টে জিতলেও, ওয়েলিংটনের দ্বিতীয় টেস্টে মাত্র এক রানে জিতেছে কিউয়িরা। কিন্তু সে সব তো এখন অতীত। লন্ডনের কিংস ক্রস স্টেশন থেকে চুরি গেল স্বয়ং ইংল্যান্ড অধিনায়কের ব্যাগ। এই চুরি যাওয়ার খবর নিজেই জানিয়েছেন বেন স্টোকস। রেগেমেগে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোষ্টও করে বসলেন তিনি।
৯.ক্রিকেটেও নাট্টু নাট্টু জ্বর।
‘বেস্ট অরিজিনাল সং’ বিভাগে অস্কার জিতে ইতিহাস গড়েছে RRR ছবির নাট্টু নাট্টু গানটি। প্রতিটি দেশবাসীর কাছে গর্বের মুহূর্ত। নাট্টু নাট্টু জ্বর থেকে দূরে থাকল না ক্রিকেট জগতও। আমেদাবাদ ভারত বনাম অস্ট্রেলিয়া চতুর্থ টেস্টের পঞ্চম দিনের খেলা চলাকালীন গানটির অস্কার পুরস্কার জয়ের খবর আসে। ম্যাচের ফাঁকে মাইক ছেড়ে কোমর দোলাতে শুরু করেন সম্প্রচারকারী চ্যানেলের ধারাভাষ্যকাররা। সদ্য অস্কারজয়ী গানের তালে চুটিয়ে নাচলেন ম্যাথু হেডেন, দীপ দাশগুপ্ত, যতীন সপ্রু। ক্রিকেট জগতের রথী মহারথীরা শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন। ভারতীয় ক্রিকেটের ক্ষেত্রেও দিনটি শুভ।
.১০. রাজামৌলীর হাত ধরে অস্কার এল দেশে
অপেক্ষার শেষ, এবার ‘আরআরআর’-এর গান নাট্টু নাট্টু’র মুকুটে নয়া পালক। অস্কার মঞ্চে ভারতের মুখ উজ্জ্বল করল এই গান। টানা এক বছর ধরে একের পর এক পুরস্কার নিজের দখলে রেখেছে রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’ ছবির এই গান। বিদেশের মাটিতে বারে বারে প্রশংসিতও হয়েছে। গোল্ডেন গ্লোবের পর এবার অস্কারের মঞ্চ। ইতিহাস গড়ল ছবির গান ‘নাট্টু নাট্টু’। গোল্ডেন গ্লোব জেতার পরই মিলেছিল খবর। অস্কার ২০২৩-এর মনোনয়ন পেয়ে আরও একবার খবরের শিরোনামে নাম লিখিয়েছিল রাম চরণ ও জুনিয়ার এনটিআর অভিনীত এই গান। ‘বেস্ট অরিজিনাল সং’ বিভাগে মনোনয়ন পেয়েছিল গানটি।