Duranta barta Audible Pod casts

1 year ago

Top 10 news today : আজকের সেরা ১0 ( বুধবার , ৬ এপ্রিল ,২০২৩ )

বুধবার , ৬  এপ্রিল ,২০২৩
বুধবার , ৬ এপ্রিল ,২০২৩

 

১/ ডিএ-র দাবিতে দিল্লিযাত্রা রাজ্য সরকারি কর্মীদের

এ বার পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা (ডিএ)-র দাবি নিয়ে পৌঁছে যাচ্ছেন রাজধানী দিল্লিতে। সব ঠিকঠাক চললে আগামী ১০-১১ এপ্রিল দিল্লির যন্তর মন্তরে ধর্না কর্মসূচি ঘোষণা করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। সেখানে গিয়ে কেবল ধর্না দিয়েই ক্ষান্ত হচ্ছেন না তারা। ওই দু’দিন দিল্লিতে থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কাছে ডেপুটেশন দেবেন তাঁরা।

২/ এজলাসে ভিতরে মানিকের সঙ্গে একান্তে প্রায় ১০ মিনিট কথা বললেন বিচারপতি 

বিধায়ক মানিক ভট্টাচার্যের সঙ্গে কথা হল কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। আইনজীবীরা জানিয়েছিলেন, নিয়োগ দুর্নীতি নিয়ে প্রশ্ন করতে চেয়েছেন বিচারপতি। যদিও বিধায়কের সঙ্গে বিচারপতির সাক্ষাৎ শুধু সেখানেই থেমে থাকল না। কথায় কথায় বিচারপতি মানিককে চায়ের প্রস্তাব দিলেন, মানিকও বিচারপতিকে জানালেন, তিনি যখনই বিচারপতির তলব পাবেন, এসে হাজির হবেন। এমনকি, বিচারপতিকে ‘সত্যি’ ঘটনা বলতে চান বলেও দাবি করেন মানিক।

৩/ ওয়ার্ক ফ্রম হোম করতে পারেন আইনজীবীরা 

ভারতে একটু একটু করে আবার বাড়ছে করোনা সংক্রমণ। এই আবহে আইনজীবীদের বাড়ি থেকে কাজ (ওয়ার্ক ফ্রম হোম) করার অনুমতি দিলেন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে শুনানি চালানোর কথা জানিয়েছেন তিনি।

৪/ বিহারে রামনবমীতে অশান্তির জন্য বিজেপি এবং মিমকে দুষলেন নীতীশ

রামনবমীতে বিহারের বিভিন্ন এলাকায় সাম্প্রদায়িক অশান্তির জন্য বিজেপি এবং ‘অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন’ (মিম)-এর প্রধান আসাদউদ্দিন ওয়েইসির দিকে অভিযোগের আঙুল তুললেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। নাম না করে বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও নিশানা করেন তিনি।

৫/ সিবিএসই-র দ্বাদশে ইতিহাসের পাঠ্যক্রম থেকে বাদ মোগল যুগ! ক্ষোভ শিক্ষা মহলে 

চলতি শিক্ষাবর্ষ থেকে সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ইতিহাসের পাঠ্যক্রম থেকে মোগল যুগ বাদ গেল। ফলে, দেশ জুড়ে যত সিবিএসই বোর্ডের স্কুল রয়েছে, তাদের দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা এই শিক্ষাবর্ষ থেকে মোগল যুগের ইতিহাস আর পড়বে না। এমনটাই জানাচ্ছেন ওই বোর্ড অনুসরণ করা স্কুলের অধ্যক্ষেরা। 

৬/ হনুমান জয়ন্তীতে আধা সামরিক বাহিনী 

রাজ্যের সাম্প্রতিক হিংসায় কড়া কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। হনুমান জয়ন্তীর শোভাযাত্রা সামলাতে কেন্দ্রে কাছে আধা সামরিক বাহিনীর সাহায্য চাইবে রাজ্য। কেন্দ্রকেও অবিলম্বে সাহায্য় করতে হবে। নির্দেশ কলকাতা হাই কোর্টের। আদালতের পর্যবেক্ষণ, “যে ধরনের সমস্যার কথা বলা হচ্ছে তাতে মনে হচ্ছে যে রাজ্য পুলিশ একহাতে এই সমস্যার সমাধান করতে পারবে না।” তাই পাশের রাজ্য থেকে আধা সামরিক বাহিনী চাইতে পারে বাংলার প্রশাসন। 

৭/ ‘রসাতলে যাচ্ছে দেশ’বাইডেনকে তোপ ট্রাম্পের

আদালতে হাজিরা দিয়ে নিউ ইয়র্ক থেকে ব্যক্তিগত বিমানে ফ্লরিডার মার-আ-লাগোয় ফিরেই আমেরিকার জো বাইডেন প্রশাসনকে তুলোধোনা করলেন ডোনাল্ড ট্রাম্প।ফ্লরিডায় নিজের সমর্থকদের বললেন, ‘‘আমি দুঃস্বপ্নেও ভাবিনি আমেরিকায় এমন কিছু হতে পারে। আমার অপরাধ ছিল শুধু দেশরক্ষায় দৃঢ়তা প্রদর্শন।’’ 

৮/ সাকিবের পরিবর্তে এলেন ইংল্যান্ডের মারকুটে এই ব্যাটার

নাইট সমর্থকদের স্বস্তি দিয়ে ইংল্যান্ডের ক্রিকেটারকে দলে নিল কলকাতার ফ্র্যাঞ্চাইজিটি। তবে দু'জন ক্রিকেটারের অনুপস্থিতিতে হিসেবে মাত্র একজনের নামই ঘোষণা করেছে কেকেআর। তিনি হলেন ইংল্যান্ডের ওপেনার জেসন রয়। তিনি এলেন বাংলাদেশের সাকিব আল হাসানের জায়গায়। 

৯/ মোহনবাগানে যোগ দিচ্ছেন ভারতীয় ডিফেন্ডার আনোয়ার আলি 

এবারের আইএসএলে চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান । প্রথম দিকটা খুব একটা সুবিধার না থাকলেও ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়েছে গোটা দল। যার ফলে ওডিশা, হায়দরাবাদ ও বেঙ্গালুরুর মতো দলগুলোকে হারিয়ে আইএসএল জিতেছে এটিকে মোহনবাগান।এবার মিশন সুপার কাপ। এবার এই ট্রফি ও ঘরে আনতে সবুজ-মেরুন শিবির দলে নিল  আনোয়ার আলিকে। তিনি যে এবার এটিকে মোহনবাগান শিবিরে যোগদান করবেন সেকথা শোনা গিয়েছিল অনেক আগে থেকেই, এবার তাতেই পড়ল শিলমোহর।

১০/ ‘পুষ্পা কোথায়’? অল্লু অর্জুনের খোঁজে ছাপা হল পোস্টার

২০২১ সালে মুক্তি পায় ‘পুষ্পা: দ্য রাইজ়’। অল্লু অর্জুন অভিনীত এই ছবি নজর কেড়েছিল দর্শকের। দেশের বক্স অফিসে সাড়ে তিনশো কোটি টাকার বেশি ব্যবসা করেছিল এই ছবি। তার পর থেকেই ছবির দ্বিতীয় ভাগ ‘পুষ্পা: দ্য রুল’-এর অপেক্ষায় রয়েছেন দর্শক ও অনুরাগীরা। কবে মুক্তি পাবে ‘পুষ্পা ২’, অনুরাগীদের মুখে এখন একটাই প্রশ্ন।কাকতালীয় ভাবে, রশ্মিকা মন্দনার সমাজমাধ্যমের পাতাতেও এই প্রশ্ন রেখেছেন অভিনেত্রী স্বয়ং। ‘‘কোথায় পুষ্পা?’’ সমাজমাধ্যম ছেয়ে গিয়েছে এই পোস্টারে। তবে কি সত্যিই খুঁজে পাওয়া যাচ্ছে না ‘পুষ্পা’কে? না কি এটাই ছবির প্রচারের কৌশল?জানা গেল, আগামী ৭ এপ্রিল নাকি মুক্তি পেতে চলেছে ‘পুষ্পা: দ্য রুল’ ছবির প্রথম ঝলক। বিকেল ৪.০৫ মিনিটে সমাজমাধ্যমে প্রকাশিত হবে সেই প্রথম ঝলক।

You might also like!