Country

6 hours ago

Kiren Rijiju: প্রধানমন্ত্রীকে কুকথা বলা কোনও সভ্য সমাজের শোভা পায় না, কিরেন রিজিজু

Kiren Rijiju
Kiren Rijiju

 

নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর : রবিবার দিল্লির রামলীলা ময়দানের সমাবেশকে থেকে বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে উপর্যুপরি আক্রমণ করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এ প্রসঙ্গে এবার রাহুল ও কংগ্রেসের সমালোচনায় সরব হলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তিনি বলেন, প্রধানমন্ত্রীকে কুকথা বলা কোনও সভ্য সমাজের শোভা পায় না।

সোমবার রিজিজু বলেন, "আমরা সর্বদা সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে প্রস্তুত। সংসদ থেকে পালানো এবং প্রধানমন্ত্রীকে কুকথা বলা কোনও সভ্য সমাজের শোভা পায় না। আমি আবারও বলতে চাই, কংগ্রেস সভাপতি এবং লোকসভার বিরোধী দলনেতাকে লোকসভা ও রাজ্যসভা থেকে দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত।"

রিজিজু আরও বলেন, "এটা কোন ধরণের মানসিকতা যা প্রকাশ্যে প্রতিদ্বন্দ্বীদের হত্যার ঘোষণা করা হচ্ছে? যদি কিছু বিরোধী নেতা প্রধানমন্ত্রীকে হত্যার কথা বলেন, তাহলে তা সত্যিই দুর্ভাগ্যজনক। কেবল নিন্দা করা যথেষ্ট নয়। কংগ্রেস সভাপতি এবং লোকসভার বিরোধী দলনেতার সংসদে ক্ষমা চাওয়া উচিত; তাদের দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত। আমি মনে করি যদি তাদের মধ্যে কোনও মানবতা অবশিষ্ট থাকে এবং কংগ্রেস দল যদি দেশকে সম্মান দিতে চায়, তাহলে তাদের বিলম্ব করা উচিত নয় এবং সংসদের ফ্লোর থেকে দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত। তবেই আমরা একমত হব যে, তারা ভুল করেছে এবং কংগ্রেস দল ভুল স্বীকার করেছে।"

You might also like!