Country

8 hours ago

Himachal Pradesh Monsoon rains: বৃষ্টি থেকে নিস্তার নেই হিমাচলে, ৮ শতাধিক রাস্তা এখনও বন্ধ

Monsoon rains continue in Himachal Pradesh
Monsoon rains continue in Himachal Pradesh

 

শিমলা, ১ সেপ্টেম্বর : বৃষ্টি থেকে নিস্তার নেই হিমাচল প্রদেশে। ৮ শতাধিক রাস্তা এখনও বন্ধ রয়েছে। এই মুহূর্তে উদ্বেগজনক পরিস্থিতি হিমাচল প্রদেশে, মুষলধারে বৃষ্টিপাতের কারণে প্রচুর প্রাণহানি এবং সম্পত্তির ক্ষতি হয়েছে। এমতাবস্থায় ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় হিমাচল প্রদেশের মান্ডি, কাংড়া, সিরমৌর, উনা, হামিরপুর এবং বিলাসপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়াও শিমলা, কুল্লু, চাম্বা, কিন্নৌর এবং লাহুল ও স্পিতিতে ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করা হয়েছে। সোলানের জন্য হলুদ আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে। হিমাচল প্রদেশে এই মুহূর্তে ৮৪২-এর বেশি রাস্তা বন্ধ রয়েছে। বিদ্যুতের পাশাপাশি জল পরিষেবাও বিঘ্নিত হচ্ছে।


You might also like!