Country

1 week ago

Delhi Air Pollution: জমজমাট ঠান্ডা দিল্লিতে, শীতে কাঁবু জাতীয় রাজধানী

Delhi Air Pollution
Delhi Air Pollution

 

নয়াদিল্লি, ১২ জানুয়ারি : হাঁড়কাঁপানো ঠান্ডায় কাঁপছে জাতীয় রাজধানী দিল্লি। হু হু করে নামছে তাপমাত্রার পারদ। সোমবার দিল্লিতে তাপমাত্রার পারদ নেমেছে ২.৯ ডিগ্রি সেলসিয়াসে। শীতে রীতিমতো জবুথবু অবস্থা দিল্লিতে, উত্তর ভারতের বিভিন্ন রাজ্যেও কনকনে ঠান্ডা। শীতের মধ্যেই কুয়াশার দাপট দেখা গিয়েছে দিল্লি-এনসিআর অঞ্চলে।

তীব্র এই শীতের মধ্যেও বায়ুদূষণ পিছু ছাড়ছে না। এদিন সকালে দিল্লির আইটিও এলাকায় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ২৩৬। তবে, উত্তর প্রদেশের নয়ডা এবং গ্রেটার নয়ডায় বাতাসের গুণগতমানের সামান্য উন্নতি হয়েছে। সকাল থেকে হাওয়া বইতে থাকায় নয়ডায় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স রেকর্ড হয়েছে ২৭৮, সেক্টর ১২৫-এ ২৮৬, সেক্টর ৬২-তে ২৪৩, গ্রেটার নয়ডার নলেজ পার্ক ৫-এ ৩০০।

You might also like!