Country

1 month ago

Dr. Manik Saha: বন্যায় দুর্গতদের রক্ষা করতে গিয়ে প্রয়াত যুবকের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী, দেওয়া হল চার লক্ষ টাকা সহায়তা

Dr. Manik Saha
Dr. Manik Saha

 

আগরতলা, ২৫ আগস্ট  : বন্যায় দুর্গত মানুষজনদের রক্ষা করতে গিয়ে নিজের প্রাণ উৎসর্গ করেন আগরতলা ইন্দ্রনগর এলাকার সাহসী যুবক চিরঞ্জিত দে। রবিবার তাঁর বাসভবনে পৌঁছে প্রয়াতের স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করেন ও শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। সেই সাথে প্রয়াতে পরিবারের হাতে চার লক্ষ টাকার চেক তুলে দিয়ে আর্থিক সহায়তা করেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী বলেন, আর্থিক সহায়তা হয়তো এই অপুরনীয় ক্ষতির জন্য নগন্য তবুও রাজ্য সরকারের পক্ষ থেকে ৪ লক্ষ টাকার সহায়তা তাঁর পরিবারের হাতে তুলে দিই। সেই সঙ্গে প্রয়াতের মা ও বাবা দুইজনকেই সামাজিক ভাতার অন্তর্ভুক্ত করার জন্য এবং বসত ঘরটির মেরামতের জন্য জেলা শাসককে নির্দেশ দেওয়া হয়েছে। সেবাব্রতি যুবাদের প্রেরণা শক্তি হয়ে চিরঞ্জিত বেঁচে থাকবে আমাদের হৃদয়ে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকাল ১১ টা নাগাদ ইন্দ্রনগর এলাকায় যখন বন্যার জলস্তর বৃদ্ধি পায় তখন দু-তিনজন বন্ধুকে নিয়ে বাড়ির পার্শ্ববর্তী মানুষকে উদ্ধার করতে নেমেছিলেন চিরঞ্জিত দে। একজন মহিলা ও শিশুকে যখন সে বাঁশের ভেলায় তুলে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসছিলেন তখন বাঁশের ভেলা উল্টে যায়। সকলে জলে পড়ে যায়।সে সময় ওই মহিলা ও শিশু দুজন নিরাপদ স্থানে উঠে আসতে পারলেও চিরঞ্জিত তলিয়ে যান জলে। সাথে সাথে প্রত্যক্ষদর্শীরা তাঁকে উদ্ধারের জন্য চেষ্টা করলেও উদ্ধার করতে পারেনি। খবর দেওয়া হয় প্রশাসনিক কর্মীদের। তারপর প্রায় দীর্ঘ ৩ থেকে ৪ ঘন্টা পর প্রশাসনিক কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধারে নামে। কিন্তু উদ্ধার করা যায়নি চিরঞ্জিতকে। তারপর জল কমে আসলে শুক্রবার দুপুরে জমিতে তাঁর মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী। মৃতদেহ জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিরঞ্জিতের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

You might also like!