শ্রীনগর, ৭ ফেব্রুয়ারি : কনকনে ঠান্ডায় কাঁপছে সমগ্র কাশ্মীর উপত্যকা। শীতের মরশুমে অপরূপ সৌন্দর্য্যে সেজে উঠেছে সমগ্র ভূস্বর্গ। শ্রীনগর থেকে গুলমার্গ, পহেলগাম থেকে কার্গিল সর্বত্রই শুক্রবারও কনকনে ঠান্ডা অনুভূত হয়েছে। এই শীতের মরশুম ভালোই উপভোগ করছেন পর্যটকরা। শুক্রবার শ্রীনগরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ২.০ ডিগ্রি সেলসিয়াস।
জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় আবারও তুষারপাত হয়েছে। ডোডা জেলার ভাদেরওয়াহে নতুন করে তুষারপাতের পর প্রাকৃতিক সৌন্দর্য্য আরও বৃদ্ধি পেয়েছে। চারিদিকে শুধু বরফ আর বরফ। এই বরফ দেখতে ভিড় বাড়ছে পর্যটকদের।